Friday , 5 April 2024 | [bangla_date]

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ মূর্তি পাচারকারী গ্রেফতার

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ঠাকুরগাঁও জেলার ভুল্লী আউলিয়াপুর ইউনিয়নের ওয়ার্ডের অর্ন্তগত মাদারগঞ্জ মধ্যপাড়া সাকিনস্থ আব্দুল করিম (৪৫) পিতা- মৃত সোবহান শেখ এর উত্তর দূয়ারী টিনের তৈরি শয়ন কক্ষে একটি বিষ্ণুমূর্তি লুকানো আছে এবং উক্ত আসামী সেই মূর্তি বেচাকেনা করবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩ এর সিপিসি-১ এর আভিযানিক দল অদ্য ১২.১০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে ঘরের মধ্যে হতে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় ০১(এক)টি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণুমূর্র্তি, যাহার দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ৯.৫ ইঞ্চি এবং ওজন ১১.৪৫০ কেজি, উক্ত মূর্তির নিচের দুই হাতের কুনুই থেকে নি¤œাংশে সামান্য ভাঙ্গা, উক্ত মূর্তির নি¤œাংশে ২টি মাঝাড়ি মূর্তি সহ চারিদিকে ছোট ছোট কয়েকটি মূর্তি রয়েছে, যাহা অমূল্য প্রতœসম্পদ যার মূল্য অজানা। এছাড়া আরো ২টি সাদারংয়ের গোলাকৃতি পাথর, যার ১টির দৈর্ঘ্য ও প্রস্থ ১.৫ ইঞ্চি, একটিরওজন ১১০ গ্রাম এবং অপরটির দৈর্ঘ্য ও প্রস্থ ০.৮ইঞ্চি, ওজন ২৫গ্রাম, যার মূল্য অজানা। উক্ত কষ্টি পাথরের বিষ্ণুমূর্র্তি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনার সহিত জড়িত আটককৃত কুখ্যাত চোরাকারবারি মোঃ বাবু(৩২), পিতা-মোঃ জামাল বাদশা, সাং-চন্ডিপুর, জগন্নাথপুর ইউপি, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, বর্তমানসাং- কামারপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় এলাকার চোরাকারবারী সিন্ডিকেটের অন্যতম সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ চোরাকারবারিপার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কষ্টিপাথরের বিষ্ণু মূর্র্তিটি পাচারের জন্য সংরক্ষণ করছিল। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামী ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন ক্রেতাদের ঠাকুরগাঁওয়ের বাজারে তরমুজ – দাম আকাশচুম্বি !

আল সাদিদের ইন্তেকাল

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪৫টি মৌলিক গানের সমন্বয়ে আসছে উর্বশী গানের সিঁড়ির চতুর্থ সিজন

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে ভিসি

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ে-জামাতাকে সংবর্ধনা

বিদেশী সুস্বাদু আপেল চাষের সফলতা দিনাজপুরে, দেখাচ্ছে আগামী দিনের সোনালী স্বপ্ন

পীরগঞ্জে বিএনপি নেতা তবারক আলীর মৃত্যু