পীরগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩’শ অসহায়, খেটে খাওয়া প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। গেøাবাল রিলিফ ট্রাষ্টের সহযোগীতায় ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি বৃহস্পতিবার দুপুরে ডিএন কলেজ মাঠে এসব ঈদ উপহার বিতরণ করে। এ সময় গেøাবাল রিলিফ ট্রাষ্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম, পীরগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুজ্জামান, বেলাল উদ্দিন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনর সভাপতি বাদল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর দেয়া হয়।


















