Wednesday , 10 April 2024 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন -হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের সকল অসহায় ও দুঃস্থ্যমানুষেরা সহযোগিতা পায়। ঈদ যেন আনন্দমুখী হয় সেজন্য প্রত্যেক অসহায় ও দরিদ্র পরিবারকে সহযোগিতায় করা বিশ্বের কথায় নেই। শেখ হাসিনা জনগনের জন্যই কাজ করছেন বলেই বার বার ক্ষমতায় থাকছেন। বিগত বিএনপি-জামায়াত সরকার দেশকে তলাবিহীন ঝুড়ির দেশে পরিনত করেছিল। দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল দেশ।
তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন শেখ হাসিনা উন্নয়ন করছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মানুষ কষ্টে থাকবে না। না খেয়ে থাকবে না। বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত, কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন।
তিনি আরও বরেণ, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতসহ ১৩৪ রকমের ভাতা দিয়ে আসছেন। আগামীতে সকল ধরনের ভাতার সহযোগিতা বাড়ানো হবে। কোন দরিদ্র মানুষ শেখ হাসিনার সহযোগিতা থেকে বঞ্চিত না হয় সেজন্য নেতাকর্মীসহ চেয়ারম্যানদের খোঁজ খবর রাখার আহবান জানান।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দিনাজপুর সদর উপজেলায় ৭০ হাজার অসহায় ও দুঃস্থ্য প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ কেজি করে ভিজিএফ-এর চাল দেয়া হচ্ছে। ৮ এপ্রিল সোমবার ১নং চেহেলগাজী ইউনিয়ন ও ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও দুঃস্থ্য প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। দিনাজপুর সদর উপজেলায় পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় ৭০ হাজার অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর চাল প্রধানমন্ত্রীর উপহার দেয়া হচ্ছে।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জর্জিস সোহেল, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কাসেম আলী, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জাকির হোসেন, সাধারন সম্পাদক শাহ মোঃ কাবুল প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা

হোয়াইট হাউসের উচ্চপদে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাইন সিদ্দিকী

পীরগঞ্জে খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

বীরগঞ্জে কওমি হাফেজিয়া লিল্লাহ বোডিং এতিমখানা মাদ্রাসায় ইফতার ও দোয়া

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আসাদুল্লাহ আসাদ নির্বাচিত

রাণীশংকৈলে মন্দিরে গণশৌচাগার উদ্বোধন

রাণীশংকৈলে ভোজ্যতেলের পাঁচ লিটারের বোতল উধাও !

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ধার দেয়া টাকা, হালখাতা করে তুললেন শিক্ষক