Saturday , 20 April 2024 | [bangla_date]

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার ও খনন সংস্কারের উদ্বোধন

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার, ময়লা স¤প্রসারণ, ও খনন সংস্কারের অভিযান উদ্বোধন করলের দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
দিনাজপুরে এ যেন চমক,যা দেখে হতবম্ব হয়েছে ড্রেন ও ক্যানেলের পাশে থাকা মুনুষগুলো। যেখানে বর্ষা মৌসুম এলেই ধর্না ধরতে হতো পৌরসভায় গিয়ে। একাধিকবার অভিযোগ করার পর হত ক্যানেল পরিস্কার। আজ তা বর্ষা মৌসুমের আগেই পরিস্কারের উদ্যোগ। যা দেখে খুশি ড্রেন ও ক্যানেলের পাশে থাকা মুনুষগুলো।
শনিবার দিনাজপুর শহরের ঠোঙ্গাপট্টির ড্রেন ও ক্যানেল উদ্বোধন কালে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, স্থানীয় সংসদ হুইপ ইকবালুর রহিম দিনাজপুর শহরতলী লোকজনের কথা ভেবেই আমাকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কাজ করার উদ্যোগ নিতে বলে। তার এই মৌখিক নির্দেশনায় আজ থেকে পরিস্কার অভিযান শুরু করলাম, আমার পৌরসভার একটি টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। ইনশা আল্লাহ বর্ষা মৌসুমের আগেই দিনাজপুর শহরের পৌরসভাধীন সব ড্রেন ও ক্যানেল গুলি আমরা পরিস্কার করতে পারবো। যাতে করে বর্ষায় পৌরসভার কোন রাস্তা জলাবদ্ধতা সৃষ্টি না হয়। দিনাজপুরবাসীর কাছে আমি সহযোগিতা কামনা করছি শহরের হাঁটাচলা রাস্তাসহ নান্দনিক পরিবেশ গড়ে তোলর লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করুন নিদিষ্ট স্থানে ময়লা ফেলুন, নিজে পরিস্কার থাকুন এবং পৌরশহরকে পরিস্কার-পরিছন্ন রাখুন।
পার্ক-পাহাড়পুর মহল্লা আওয়ামীলীগের মহল্লা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, বর্ষার আগেই কাজ করা শুরু করবে পৌরসভা। এটা আমি ভাবতেও পারিনি। বর্ষা না আসতেই জলবদ্ধতা নিরসনে এই কাজ করার উদ্যোগকে আমি সাদুবাদ জানাই। আমার ৬৬ বছর বয়সে বর্ষা মৌসুমের আগেই পানি নিস্কাশনে কাজ করা নিজে উপস্থিত হয়ে পরিদর্শন করা এমন মেয়রকে আমি দেখি নাই। আামরা পৌরবাসী মেয়রের পদক্ষেপ ও তদারকী কাজে সন্তুষ্ট। আমরা চাচ্ছি আগামীতে ভারপ্রাপ্ত নয়। নির্বাচনের মাধ্যমে তিনি যেন পৌর পিতা হয়ে আমাদের কাছে আসতে পারেন।সেই সাথে ভারপ্রাপ্ত মেয়র ও এলাকার কাউন্সিলারকে ধন্যবাদ জানাচ্ছি এমন যুগান্তরকারী পদক্ষেপ নেওয়ার জন্য।
ঠোঙ্গাপট্টির বাসিন্দা রুবেল জানান, আমি এর আগে কখনো দেখিনি বর্ষা মৌসুমের আগেই এই ক্যানেলগুলো পরিস্কার করতে, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার কাজগুলো বলার আগেই হচ্ছে। তাই আমরা এমন মেয়র পেয়ে খুশি।
সাবেক ছাত্রনেতা বিপ্লব কুমার সরকার বলেন, এই ক্যানেলের পাশেই আমার বাড়ী, এর আগে যারা মেয়র ছিল, তারা কেউ এমন করে ভাবেনি, বর্ষার আগেই ভারপ্রাপ্ত মেয়র আমাদের কথা ভেবেছে এ জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা ধরে রাখলে বর্ষা মৌসুমে আমাদের কোন সমস্যা হবে না। আমরা টাকা-পয়সা চাই না। আমরা চাই দিনাজপুরের রাস্তা-ঘাট,ড্রেন-ক্যানেল,কালভাট গুলো ভালো হক।
দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার, ময়লা স¤প্রসারণ, ও খনন সংস্কারের অভিযান উদ্বেধনে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশ্ররাফ উজ্জামান বাবু প্রমুখ।
শনিবার দিনাজপুর শহরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরের ঠোঙ্গাপট্টি এলাকার ড্রেন, ক্যানেল পরিস্কার, ময়লা স¤প্রসারণ, ও খনন সংস্কার কাজের অভিযান উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফ উজ্জামান বাবু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে করোনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু

অবিলম্বে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে ৩টি সংগঠনের যৌথ উদ্দোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

পায়ে হেটে বিশ্বজয়ের পথে শাকিল, ৯০ দিনে এভারেস্টে চুড়া জয়ের ইচ্ছে

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি

বিরলে রোগী বহনকারী মাইক্রোবাসে আগুন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার শুভ উদ্বোধন

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

দিনমুজুর বাবার চার সন্তানের জন্মদিনে খাদ্যসামগ্রী উপহার বসুন্ধরা শুভসংঘ

৩ হাজার ৮শ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার