Monday , 15 April 2024 | [bangla_date]

বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম

বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বিশ্বের বুকে বাঙালী জাতিসত্ত¡া গৌরবের স্থান পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন।
তিনি বলেন, বাংলা ও বাঙালির ঐতিহ্যের প্রতীক প্রাণের উৎসব বৈশাখ। বাংলা নববর্ষ আমাদেরকে নতুন ভাবে জাগ্রত করছে। বৈশাখ উৎসব অধিকারে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বাঙালী জাতি আবারও শক্তিমান হয়ে উঠবে।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ১৪৩১) উপলক্ষে দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব পরিষদের আয়োজনে প্রভাতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এর পর মঙ্গল শোভাযাত্রা দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, বৈশাখী উৎসব পরিষদের সভাপতি শফিকুল হক ছুটু, সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল ৮ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উদীচী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রভাতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেয় হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি উদীচীর “প্রয়াসী” পত্রিকার মোড়ক উম্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, উদীচী জেলার সভাপতি হাবিবুল ইসলাম, সাধারন সম্পাদক সত্য ঘোষ, উদীচীর প্রয়াসী’র সম্পাদক অধ্যাপক জলিল আহমেদ প্রমুখ। সঞ্চালনে ছিলেন হারুন উর রশীদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

দেশে টিকা নিলেন ৯৫ লাখ ১৯ হাজার মানুষ।প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন।দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন

বীরগঞ্জের জাপা নেতা রশিদুল আলম আর নেই

হরিপুরে মাসিক সভা অনুষ্ঠিত

বিরলে এক কারখানা মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্দ্যোগে কার্যালয় ভাংচুর ও হামলার প্রতিবাদে ৬ দফা দাবী বাস্তাবায়নে মানববন্ধন

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৩ জন

পার্লামেন্টে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে এলাকার চিত্র পাল্টে যাবে—- রাণীশংকৈলের ব্যারিষ্টার রুকুনুজ্জামান

বীরমুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম