Thursday , 25 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে অন্যন্য উদ্যোগ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশে তীব্র তাপদাহে চরম দুর্ভোগ নেমে এসেছে দিনাজপুরের বীরগঞ্জের শ্রমজীবী,পথচারী মানুষের মাঝে। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণিকুলও। তীব্র তাপদাহকে উপেক্ষা নিরুপায় হয়ে জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে তাদের।
প্রচন্ড তাপদাহের মধ্যেই কাজের সন্ধানে ছুটে চলা মানুষগুলি যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত তখন তাদের জন্য মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত তরুন সমাজ সেবক সোহেল আহমেদের অনন্য আয়োজন সবার নজর কেড়েছে। তিনি পৌর শহরের প্রতিটি মোড়ে মোড়ে ঠান্ডা পানির বোতলের কাটুন রেখে দিয়েছেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য। সেখান থেকে তৃষ্ণার্ত মানুষ তাদের প্রয়োজনে নিজেই পানির বোতল সংগ্রহ করেন। শ্রমজীবি মানুষের পাশাপাশি পথচারীরাও এই সুবিধা থেকে বাদ পড়েনি। মানুষের তৃষ্ণা মেটানো জন্য বুধবার দিনভর ঠান্ডা পানির বোতল বিতরনের দৃশ্য সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সোহেল আহমেদের এই উদ্যোগেকে স্বাগত জানিয়ে রিক্সা চালক রবিউল ইসলাম জানান, জীবনের তাগিদে রিক্সা নিয়ে কাজে বের হয়েছি। এই প্রচন্ড তাপদাহে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহুর্তে পথের ধারে রাখা ফ্রিজের ঠান্ডা পানির বোতল যেন আমাদের কাছে আশির্বাদ হিসেবে মনে হয়েছে।

একই কথা জানিয়ে ভ্যান চালক মোঃ সফিকুল ইসলাম জানান, প্রচন্ড তাপদাহে আমাদের ভ্যান নিয়ে বের হতে হয়েছে। কারণ বসে থাকার মতো সুযোগ আমাদের নেই। দ্রব্য মূল্যের উর্ধগতিতে একদিন ভ্যান নিয়ে বের না হলে সংসার চালানো কঠিন হয়ে যায়। ভ্যান নিয়ে ক্লান্ত শরীরে মোড়ে মোড়ে খাবার ঠান্ডা পানি পেয়ে শরীর কিছু বেগ পেয়েছে। শ্রমজীবি মানুষের জন্য এ ধরণের মানবিক উদ্যোগগুলি আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত।
এ ব্যাপারে সোহেল আহমেদ বলেন, প্রচন্ড তাপদাহে শ্রমজীবি মানুষের পাশে থাকার জন্য এটি সামান্য উদ্যোগ। সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষের উচিত যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকার জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করা। কারণ আমাদের ক্ষুদ্র উদ্যোগে উপকৃত হবে দেশের সকল মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর আর্ট একাডেমীর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় স্বরূপ বকসী বাচ্চু চিত্রাংকন চর্চার মাধ্যমে ক্ষুদে চিত্র শিল্পীদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে

ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা মোল্লার মতবিনিম সভায় বাধার অভিযোগ

তেঁতুলিয়ায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন

১১শ হতদরিদ্র মানুষের মাঝে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যা”েছন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জে প্রাক-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আলোর সন্ধানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সমাপ্ত

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

বীরগঞ্জ একচেঞ্জ বøার্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কাহারোলে সরকারি কর্তৃপক্ষের সাথে সুশিল সমাজে সংলাপ অনুষ্ঠিত