Tuesday , 9 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে ছুরিকাঘাত, ৪ জনকে গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আইনুল ইসলাম নামে এক বৃদ্ধ কে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীরাতেই থানা পুলিশের ফোর্স নিজপাড়া ইউনিয়নের মণ্ডল পাড়া গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান গ্রামের শফিয়ার রহমানের ছেলে মোঃ নুরু জামান,একই গ্রামের মৃত মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হালিম(৩৩),মৃত মহির উদ্দীনের ছেলে বজলার রহমান ও নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মন্ডলপাড়া গ্রামের মুকুল (২৮)।

এর আগে সোমবার রাতে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মন্ডলপাড়া গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিসের বাড়ির পাশ্ববর্তী এলাকায় আইনুল ইসলামের সাথে ঘোড়াবান গ্রামের শফিয়ার রহমানের ছেলে মোঃ নুরু জামানের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নুরুজ্জামানসহ আসামিরা বৃদ্ধ কে উপর্যুপরি ছুরিকাঘাত করে।গুরুতর জখম অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে রাতেই সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনার পর হামলাকারীতাদের একটি বাড়িতে আটক করে রাখেন উত্তেজিত জনতা। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশের ফোর্স ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার ৯ এপ্রিল আহত আইনুল ইসলামের শালক বাদশা বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বীরগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান জানান, ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মূল আসামসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, হামলায় ব্যবহৃত ১টি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে,আটকৃতদের মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিরিরবন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা

পীরগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ

হিলি স্থলবন্দরে ৯ মাসে রাজস্ব ঘাটতি ২৪ কোটি টাকা

পীরগঞ্জে কিশোর কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বোচাগঞ্জে বিদ্যুৎ অফিসের নৈশ্য প্রহরীদের বেঁধে দুর্ধষ চুরি

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়