Tuesday , 30 April 2024 | [bangla_date]

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

আবহমান বাংলার বর্ষবরণ বাঙালীর ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈশাখী উৎসব পরিষদ এর আয়োজনে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলা-১৪৩১ দ্বিতীয় দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে পরিবেশিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈশাখী উৎসব পরিষদ এর সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু উদ্বোধনী বক্তব্যে বলেন, আবহমান বাংলার বর্ষবরণ উপলক্ষে বিগত ৩৩ বছর যাবৎ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুর বৈশাখী উৎসব পরিষদ এর আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করে আসছে। গত ৪ বছর বৈশ্বিক মহামারির কারণে মেলা অনুষ্ঠিত হয়নি। এবার আবারো শুরু করছি বাঙালীর প্রাণের বৈশাখী উৎসব।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, মোঃ শফিকুল হক ছুটু, যুগ্ম আহবায়ক কামরুল হুদা হেলাল, সদস্য রাজিউদ্দীন চৌধুরী ডাবিøউ, রবিউল আউয়াল খোকাসহ মেলা কমিটির নেতৃবৃন্দ। দ্বিতীয় দিনে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুইহারী সংগীত নিকেতন। স্বপ্না রায় ও সংগঠনের পরিচালক সনদ চক্রবর্তী লিটুর পরিচালনায় সুইহারী সংগীত নিকেতনে শিক্ষার্থী শিল্পীরা শুভজিৎ, শ্বাশত, প্রতিমা, স্বমিষ্ঠা, সুবর্ণা, পৌমি, টিয়া, গুনগুন, বৃষ্টি, কুহু, নয়না, সোহার্দ সংগীত পরিবেশন করে। এছাড়া আবৃত্তি কাননের সদস্যরা আবৃত্তি পাঠ করে সুবর্ণা মুখার্জি, লাজু রায় মৌ, শুভ, সুব্রত, ইমন, মন্নাফ, সাফিন ও সাদিয়া। শুক্রবার হওয়ার কারণে মেলায় প্রচুর নর-নারী ও শিশুদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য প্রভাষক হারুন-উর-রশিদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও