বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারিতে করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে সনাতন ধর্মালম্বীদের তিন দিন ব্যাপী বারুনীতে গঙ্গা স্নান ও বারুনী মেলা শনিবার থেকে শুরু হয়েছে। উত্তারঞ্চলের ১৬ জেলার সনাতন ধর্মালম্বী হাজার হাজার নারী-পুরুষ পুর্ন্যতা পাবার আশায় করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে শত বছর ধরে ওই স্থানে গঙ্গা স্নান করে আসছে। প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী থিতিতে এই পুর্ণ স্নান অনুষ্ঠিত হয়। স্নান উপলক্ষে করতোয়া নদীর দুই ধারে মেলাও বসেছ্।


















