বোদায় সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাবলু সভাপতি ও মানিক সাধারণ সম্পাদক করে
২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলার বোদা উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ( ১৮) এপ্রিল বোদা গালর্স স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারি সম্পাদক মিহির ঘোষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ফিরোজা খন্দকার চামেলী সম্মেলনের উদ্বোধন করেন। সিপিবি বোদা উপজেলা শাখার সভাপতি ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম,বোদা উপজেলা শাখার সাবেক সম্পাদক দীপক কুমার দে বাবলু,পঞ্চগড় জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক রহিদুল ইসলাম মিন্টু ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লিহাজ উদ্দিন মানিক।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে দীপক কুমার দে বাবলু কে সভাপতি ও লিহাজ উদ্দিন মানিক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোদা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।