Monday , 1 April 2024 | [bangla_date]

মৌসুমের শেষে বাঁধাকপি পিস ৫ টাকা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মৌসুমের শেষ ভাগে পাঁচ টাকায় মিলছে বাঁধাকপি। এতে লোকসান গুনছেন কৃষকরা। তবে দাম কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রোববার সকালে উপজেলার দেশমা হাট এলাকায় রাস্তার পাশে স্তূপ করে পাঁচ টাকা পিস বাঁধাকপি বিক্রি করতে দেখা গেছে।
ওই বিক্রেতার নাম আনোয়ার হোসেন। তিনি বিরামপুর পৌরশহরের হাবিবপুর এলাকার বাসিন্দা।
আনোয়ার হোসেন জানান, দাম বেশি পাওয়ার আশায় মৌসুমের শেষ ভাগে প্রায় এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন তিনি। কিন্তু এখন সেই বাঁধাকপি তার গলার কাঁটা হয়েছে। বাজারে নামমাত্র মূল্যে তাকে এ সবজি বিক্রি করতে হচ্ছে। কখনো পাঁচ টাকায় আবার কখনো ৬-৭ টাকায় বিক্রি করছেন। এতে তার ১০-২০ হাজার টাকা লোকসান হবে বলে জানান আনোয়ার হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার উপজেলায় এক হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে ৩ দশমিক ২৮ হেক্টর জমিতে ফুলকপি এবং ৪ দশমিক ১৮ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে।
আব্দুর রহিম নামের এক ক্রেতা বলেন, ‘পাঁচ টাকা দরে ২০ টাকায় চারটি বাঁধাকপি কিনলাম। বর্তমান বাজারে এর চেয়ে কম দামে পণ্য পাওয়া কঠিন। সব সবজির দাম যদি এমন হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো।
আসলাম নামের এক কৃষক বলেন, ‘বাজারে আসলে সবজির যে দাম তাতে করে আমাদের চলা দায় হয়ে পড়েছে। ৫০০ টাকা নিয়ে আসলে ব্যাগ ভরেই না।তারপরও আমাদের কষ্ট করে চলতে হয়।’
বিরামপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমাদের এ এলাকায় চাহিদার চেয়ে বেশি সবজি আবাদ হয়। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

পীরগঞ্জে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন

জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারাল টাইগাররা

বীরগঞ্জে “এক্স-পাইলটিয়ান সার্কেল টুর্ণামেন্ট-২০২৩” সিজন-৪ ফাইনাল

পীরগঞ্জে অন্তঃ উপজলো ক্রকিটে র্টুনামন্টেরে ফাইনাল খলো অনুষ্ঠতি

ঠাকুরগাঁওয়ে জরিমানা করতে চাওয়ায় সার্জেন্টের পজ মেশিন ভাঙলেন মোটরসাইকেল আরোহী!

শেখ হাসিনা সরকারের টেকসই উন্নয়নের সহযোদ্ধা হিসাবে কাজ কাজ করতে চাই.———–ঠাকুরগাঁও সংবাদের সাথে আলাপচারিতায় ঃ মেয়র মোস্তাফিজুর রহমান

যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

হরিপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

পঞ্চগড়ে ‘বাকীর হাটে’ ২৫০ দুঃস্থ পরিবারকে বাকীতে পণ্য দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন