Tuesday , 30 April 2024 | [bangla_date]

হরিপুরে দুটি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতংকে থাকে শিক্ষার্থীরা

মিজানুর রহমান,হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের পাহাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করানো হচ্ছে। এতে সব সময় আতংকে থাকে শিক্ষার্থীরা। এ বিষয়ে শঙ্কিত অভিভাবকসহ সচেতন মহল।

জানা গেছে, উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৪৫ জন। ১৯৯২ সালে স্থাপিত হওয়া বিদ্যাপীঠটিতে ঝুঁকিপূর্ণ ভবনের শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা চৌরঙ্গী ওই বিদ্যালয়ের পুরাতন ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেয়ালের রং উঠে গেছে, পিলার ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। মেঝে ও ছাদের পলেস্তারা খসে পড়ে ছাদের রড বেরিয়ে গেছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। পাঠ চলাকালে ঝুঁকিতে থাকে শিক্ষক-শিক্ষার্থীদের জীবন। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যালয় ভবনের এই বেহাল দশা।

বর্তমানে ভবনের তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষ শিক্ষকদের জন্য এবং অন্য দুটি কক্ষে প্রাক্ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। ফলে শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে নিজেদের ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েই পাঠদান করাতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন শিক্ষকরা।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাজু বলে, ‘আমাদের শ্রেণিকক্ষ খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ফ্যান ও পলেস্তারা খসে মাথায় পড়তে পারে। ক্লাস চলাকালে পুরোটা সময় আতঙ্কে থাকি আমরা।’

রণহাট্টা চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদাতুননেছা বলেন, ‘এই বিদ্যালয়ে প্রাক্ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ জন শিক্ষার্থী আছে। শ্রেণিকক্ষের সংকট থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনে প্রাক্ প্রাথমিক ও ৫ম শ্রেণির পাঠদান করাতে হচ্ছে। আমরা শীঘ্রই বিদ্যালয়ের নতুন ভবন ও ওয়াশ ব্লক স্থাপনের জন্য আবেদন করবো।’

অপরদিকে পাহাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই অবস্থা বিরাজমান। ঐই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জানান, অত্র বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৩০ জন শিক্ষার্থী থাকলেও মাত্র দুইটি শ্রেণী কক্ষ রয়েছে। তাও আবার জরাজীর্ণ অবস্থা। যেকোন মূহুর্তে ছাদ ভেঙে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে হরিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাহিদ ইবনে সুলতান বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বিষয়ে অবগত হয়েছি। উপজেলা প্রকৌশলীসহ আমি সরেজমিনে পরিদর্শন করে নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদাপত্র পাঠানো হয়েছে।’

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ‘শিশু শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে নিষেধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুমি ও কৃষিতে নারীর অধিকারঃ স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার

দিনাজপুরে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুুুুুুুলিশ

বীরগঞ্জে প্রত্যান্ত গ্রামাঞ্চলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা মূলক সভা

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

পীরগঞ্জে প্রানিসম্পদ মেলা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী’র পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বীরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ের সামাজিক সুরক্ষার আওতাধীন রুহিয়ায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা