Thursday , 25 April 2024 | [bangla_date]

হরিপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের নিকট টাকা দাবি

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নির্বাহী অফিসার এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধু প্রতারক চক্র উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদন্দী প্রার্থীদের নিকট থেকে টাকা দাবি করছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ।

হরিপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জানান যে, নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ডী প্রার্থীদের নিকট অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র। তাই সকলকে সতর্ক থাকার জন্য আমরা জানিয়েছি ও এবিষয়ে সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকেও একটি সতর্ক বর্তা পোষ্ট করা হয়েছে এবং এই বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও