Monday , 20 May 2024 | [bangla_date]

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে জাতীয় সংসদের সাবেক  হুইপ-আইনজীবির মধ্যে ধস্তাধস্তি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আইনজীবির মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৯টায় চিরিরবন্দর উপজেলার রাজাপুর বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী জ্যোতিষ চন্দ্র রায়ের মোটরসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু।
এসময় তিনি বিভিন্ন প্রার্থীর লোকজনের উদ্দেশ্যে দেয়া বক্তব্য শেষে সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু বিদ্যালয়ের গেটে পৌঁছামাত্র অ্যাডভোকেট অনিমেষ রায় তাঁর পথরোধ করেন এবং নির্বাচনী পথসভায় দেয়া বিভিন্ন বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। এসময়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিজ নিজ সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষের রুপ ধারণ করে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ওই আইনজীবি দক্ষিণে রাজাপুর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের দিকে সরে গেলে স্থানীয়রাসহ বাজারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিষয়ে আইনজীবি অনিশেষ রায় সাংবাদিকদের বলেন, সাবেক হুইপ মিজানুর রহমান মানু আমার ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। তাঁর সামনে গিয়ে প্রমাণ চাওয়া মাত্রই উনি আমার ওপর চড়াও হন। সেখানকার অনাকাঙ্খিত ঘটনায় আমি বিব্রত এবং সেখান থেকে সরে যাই।
এ ব্যাপারে সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু বলেন, সে আমার সামনে এলে আমি বলি, আমি মিথ্যাচার বললে আপনিও বক্তব্যে বলেন। এই বলে সেখান থেকে চলে আসি। পরে কি হয়েছে জানি না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

পীরগঞ্জে ছোট ভাইয়ের রাস্তা বন্ধ করার অভিযোগ বড় ভাই বিরুদ্ধে

বীরগঞ্জে পূর্ব শক্রতার জেরে বাড়ি-ঘরে আগুন, থানায় মামলা

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা’র মমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে, ও নিরাপদে থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

লালমনিরহাটে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি নিহত

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার বৃক্ষরোপন উদ্বোধন

তাপমাত্রা ১১দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কনকনে শীতে বিপর্যস্থ দিনাজপুর

কাহারোলেপবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরিপালিত