কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় বিস্তীর্ণ ফসলের মাঠে এখন শুধু বোরো ধান। বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। কৃষকেরা বলছেন ভালো দাম পেলে এবার লাভ হবে বোরো ধানের। রোপন করা পাকা ধান কৃষক কাটতে শুরু করছে কিছু কিছু জায়গায়। উপজেলার বিভিন্ন এলাকা গতকাল ঘুরে দেখা গেছে শ্রমিক দিয়ে আগাম জাতের বোরো ধান কাটছেন।
কাহারোল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৫ হাজার ৫ শত ৫০ হেক্টর, তা অতিক্রম করে আবাদ হয়েছে ৫ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে।
উপজেলার ঈশ্বরগ্রাম এর কৃষক আবদুল আলিম আগাম জাতের ২৮ ধান আবাদ করেছেন ফলন ভালই হয়েছে প্রতিমন বিক্রি করেছেন ১১ শত টাকা মন দরে। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বোরো খরচ বেশি হয়েছে। যদি ধানের বাজার ভালো থাকে তাহলে কৃষকদের বোরো আবাদ করে লাভবান হবেন। অপরদিকে উপজেলার ইটুয়া গ্রামের কৃষক হান্নান বলেন, বর্তমানে ধানের যে দাম রয়েছে তাতে এবার যেভাবে খরচ হয়েছে তাতে বেশি একটা লাভ হবে না কৃষকের।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা সেহান বীশ বলেন, এই উপজেলা ধানের জন্য বিখ্যাত পাশাপাশি অন্যান্য ফসলও ভালো হয়ে থাকে। আমরা কৃষকদের বলেছি ৮০ ভাগ পাকা হলে ধান কেটে ফেলতে হবে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।


















