Monday , 20 May 2024 | [bangla_date]

কিশোরী মেয়েদের মাঝে ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপ-পরিচালক প্রতিটি কিশোরীকে ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে

দিনাজপুর শহরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং বেসিক ফর গালর্স প্রজেক্টের আওতায় শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কিশোরী মেয়েরা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস শীর্ষক সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম ও ঈদগাহ্ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বেসিক ফর গালর্স প্রকল্পের প্রজেক্ট অফিসার লাকি হালদার।
বয়:সন্ধিকাল, কৈশোরকালীন শারীরিক-মানসিক পরিবর্তন, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল হক।
যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অধিকার, ঋতুকালীন, স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ সারবিনা শারমিন। এই প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদর ও পৌরসভার ৮টি স্কুলে ১৬শত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে।
স্কুলগুলো হলো আল-আমিন ইনষ্টিটিউটের উচ্চ বিদ্যালয়, দিনাজপুর যুবিলী উচ্চ বিদ্যালয়, ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবাল উচ্চ বিদ্যালয়, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়, তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চেরাডাঙ্গী আলিম মাদ্রাসা।
ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিটি কিশোরী মেয়েদের ঋতুকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। এ ব্যাপারে সচেতন না হলে বিভিন্ন ধরনের রোগে সংক্রমিত হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে – শেখ হাসিনা  ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন–  মামুনুল হক ,

বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে – শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন– মামুনুল হক ,

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

হিলি স্থলবন্দরে পুরাতন আলুর এলসি করে নতুন আলু আমদানি

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

সংবাদ সম্মেলনে অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে পুলিশের হামলা, আহত ৩, আটক ২

আটোয়ারীতে তিন জুয়াড়– আটক

রাণীশংকৈলে নবাগত শিক্ষা কর্মকর্তার যোগদান

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম