Friday , 31 May 2024 | [bangla_date]

ঘোড়াঘাটের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী,ভাইস চেয়ারম্যান পুরুষ ইফতেখার আহমেদ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেন। তাদের কে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মো.জাকির হোসেন।
এ ছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার মো.জাকির হোসেন একই দিনে রংপুর বিভাগের প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের ১৯জন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ৩৮ জন ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ কালে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর,রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত ৮ মে প্রথম ধাপে রংপুর বিভাগের ১৯ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও