Wednesday , 1 May 2024 | [bangla_date]

দিনাজপুরে বৈশাখী উৎসব পরিষদের আয়োজনে চারটি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শত শত শ্রোতা-দর্শকদের মাতিয়েছে

দিনাজপুরে বৈশাখী উৎসব পরিষদের আয়োজনে বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাঙালীর প্রাণের উৎসব বৈশাখী মেলা-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে ৪র্থ দিনে ৪টি সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলায় আগত শত শত দর্শক শ্রোতাদের মাতিয়ে দিয়েছে।
অনুষ্ঠানের শুরুদে সুচনা বক্তব্য রাখেন মেলা কমিটির অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক রহমতুল্লাহ রহমত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, রবিউল আউয়াল খোকা, সনদ চক্রবর্তী লিটু, শহিদুল ইসলাম শহিদুল্লাহ। মনিমেলার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল মতিন সৈকত এর সার্বিক তত্ত¡াবধায়নে স্বপ্না রায় এর নির্দেশনায় মনি মেলার শিল্পী অনুশ্রী, সচি, জৈত্রী সহ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দ্বিতীয় পর্বে গ্যালারী ষড়ং এর পরিবেশনায় প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রাজিউদ্দিন চৌধুরী ডাবলুর সার্বিক তত্ত¡াবধায়নে এবং শ্যামা ও চন্দ সরকারের উপস্থাপনায় আনারাহ সাফা আযান, আন আমতা রেদা, টুম্পা রায়, প্রজ্ঞা দে সরকার, মেহের ভাবনা, আয়ন হাবিব, মম সিংহ, আলিশা অর্পা, নোভা, ন¤্রতা রায়, কৃপা শীল। যন্ত্রসঙ্গীতে অশোক ও তবলায় অপূর্ব। এর পরে সাংস্কৃতিক ঐক্যজোট দিনাজপুর সরকারি কলেজ এবং সর্বশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেন শতবর্ষী ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি। নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউল রহমান রেজু, সহনাট্যাধ্যাক্ষ মোঃ তরিকুল আলম তরু, সহ-সাধারন সম্পাদক সেখ ছগীর আহমেদ কমল ও নজরে হোসেন মানিক এর সার্বিক তত্ত¡াবধায়নে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন মোঃ আসাদুজ্জামান বাবু, অমিত দাস, সুশমিতা পোদ্দার, নুরে জান্নাত নিম্মি ও লুৎফুন নাহার শাপলা। তবলায় ছিলেন টঙ্ক নাথ অধিকারী। মেলায় প্রতিদিন শত শত শ্রোতা দর্শক বেড়েই চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

রাণীশংকৈলে গাজাঁ গাছসহ আটক-১

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট !

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

পীরগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বোচাগঞ্জে নবাগত ইউওনোর মত বিনিময়

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু-৬০, শনাক্ত প্রায় ৪ হাজার