Saturday , 25 May 2024 | [bangla_date]

দিনাজপুরে মেয়েদের আন্ত:স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে অনুষ্ঠিত মেয়েদের আন্ত:স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে চাম্পিয়ন হয়েছে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ।
বুধবার বিকেলে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে চুড়ান্ত খেলায় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়কে ৪ কোয়ার্টারে ২৫-১৪ স্কোরে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা বলেন, প্রত্যেক খেলোয়াড়কে তার ক্রীড়া নৈপূন্য দেখিয়ে ক্রীড়াঙ্গণে তার জায়গা করে নিতে হবে। দিনাজপুরের মেয়েরা আজ যে প্রতিভা দেখালো তাতে আমি মনে করি, আগামীতে এই মেয়েরা সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরবে। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গণে জেলা এবং দেশের সুনাম বয়ে আনবে। তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ্য থাকলে হলে খেলাধুলা করা প্রয়োজন। যে ভালো খেলতে পারে, সে ভালো পড়াশোনাও করতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দিতে হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সভাপতিত্বে এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাস্কেটবল উপ-কমিটির আহবায়ক মো. আসলাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ, মো. আনোয়ারুল ইসলাম, আবু শাহীন, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। চুড়ান্ত খেলায় রেফারি ছিলেন সুনীল, রহিম, পাপ্পু, রানা ও মীম।
উল্লেখ্য, গত ২১ মে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে জেলার ৬টি স্কুল অংশগ্রহন করেছে। স্কুল গুলো হচ্ছে- ক গ্রæপে সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় ও পাঁচবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়। খ গ্রæপে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল ও কে বি এম উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীর বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্তকরণ

এখন আর স্কুলে আসতে ভয় পাবেনা কিশোরীরা”

আটোয়ারীতে জরায়ূমূখ ক্যান্সার প্রতিরোধে উপজেলা সমন্বয় সভা অুনষ্ঠিত

দিনাজপুরে ভোক্তা আইনে চারটি হোটেলকে জরিমানা

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।

আটোয়ারীতে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা গ্রেফতার

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৪০

বোচাগঞ্জে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান কর্তৃক জাতীয় কবি নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানের বিকৃতির প্রতিবাদে মানববন্ধন