Saturday , 25 May 2024 | [bangla_date]

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

বৃহস্পতিবার বালুবাড়ীস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে জেলা ভেটেরিনারী হাসপাতাল দিনাজপুরের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা ভেটেরিনারী অফিসার ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ড. আশিকা আকবর তৃষার সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা সংরক্ষণ অধিকার দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর বিভাগীয় পাবলিক হেলথ দপ্তরের উপ-পরিচালক ডাঃ আবু সাঈদ। দিনাজপুর জেলার পশু ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে ভোক্তা সংরক্ষণ অধিকার দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, মেয়াদউত্তীর্ণ ঔষধ পশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ঔষধ বিক্রেতা ভাইদের কাছে আমার অনুরোধ কোন মেয়াদউত্তীর্ণ ঔষধ দোকানে সংরক্ষন বা বিক্রয় করবেন না। যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রংপুর বিভাগীয় পাবলিক হেলথ দপ্তরের উপ-পরিচালক ডাঃ আবু সাঈদ বলেন, প্রাণি অর্থ মানস ব্যতিত সকল প্রাণি, আর ভেটেরিনারী শিক্ষা ও পেশায় দেশীও বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণির উৎপাদন স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, ব্যবস্থাপনা ইত্যাদি সংক্রান্ত বিষয় সকলকে সচেতন হতে হবে। মনে রাখবেন, ভেটেরিনারী কাউন্সিলের স্বীকৃতি ব্যতিরেকে ভেটেরিনারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ। তাই সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আইন-২০১৯ যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করছি। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডাঃ এম.এ জলিল। মুক্ত আলোচনা করেন ঔষধ ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান সাগর, আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান, মামুন পাভেজ, তহিদুল ইসলাম, নুর ইসলামসহ ১১জন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার হাসান। সভাপতির বক্তব্যে দিনাজপুর জেলা ভেটেরিনারী কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা বলেন, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ঈদ উল আযহা। এই ঈদে সাধারনত পশু কুরবানি দেওয়া হয়। সেই পশু যদি রোগমুক্ত বা নিরাপদ না হয় তাহলে ভোক্তারা অসুস্থ্য হবে। তাই আসন্ন কুরবানি ঈদের পূর্বেই সকল পশুদের সুচিকিৎসা প্রদান করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও