Monday , 20 May 2024 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শুক্রবার রাতে শহরের বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সফল রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, রায়হান কবির সোহাগ, উপ-দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক শাহজাহান নভেল, উপ-প্রচার সম্পাদক শওকত হোসেন বুল্লা, উপদেষ্টা নুর ছাবা হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য মানিক বসাক, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দীলিপ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ সরকার, জেলা ওলামালীগের আহবায়ক মোঃ শওকত আলী, জেলা মৎস্যজীবী লীগের লাভলী আক্তার, জেলা ছাত্রলীগের দেলোয়ার হোসেন দোলন, মোরশেদুল আলম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার বিকেলে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অনুপ কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ পৌর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে দিনাজপুর জেলা ছাত্রলীগ। শুক্রবার দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বাহাদুর, আদর্শ কলেজ ছাত্রলীগের আহবায়ক মির্জা আল ফায়েদ রাদেন, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির কাদ্দাদি, ১ নং ওর্য়াড ছাত্রলীগের আহবায়ক ফারদিব রিয়েল, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সিয়াম, যুগ্ন আহবায়ক দিপু, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল ঈবনে ফাহিম, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশুক রহমান প্রান্ত, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম হোসেন নীল প্রমুখ।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আয়োজনে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা শাখার সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মানিক রঞ্জন বসাক, মেলার অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাজেদুর রহমান, যুবনেতা বজলার রহমান, মেহদী হাসান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন উদযাপন

বীরগঞ্জ নিজপাড়া ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

হরিপুর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান

পীরগঞ্জে মাটি ধসে পড়ে ১ শ্রমিকের মৃত্যু : আহত ৩

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মহামান্য হাইকোর্টের আদেশকে উপেক্ষা করে নুরজাহান কামিল মাদ্রাসার সভাপতি ঘোষনায় সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজির ১ মাস উদঘাটন হয়নি আসল রহস্য

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সহযোগিতায় জিপি এক্সেলারেটর জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা সেমিনার