দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের চারজন সদস্যকে আটক করেছে পুলিশ।
ফুলবাড়ী থানা পুলিশের একটি অভিযানী দল মঙ্গলবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। ডাকাত সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে রিমান্ডের আবেদন জানিয়ে কোটে সোপর্দ্দ করে।
আটক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়ার সোনাপাড়া গ্রামের আইনুদ্দিনের ছেলে মোস্তাকিম ইসলাম (৩৫), একই জেলার বিরামপুর উপজেলার, বিরামপুর পৌর এলাকার কলেজপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে বেলাল (৪৫), বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৩৫) ও একই জেলার শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা গ্রামের কোব্বাত এর ছেলে মোঃ হাসান (২৮) ।
পুলিশ জানায় ধৃত ডাকাত দলের সদস্যদের নামে দিনাজপুর, জয়পুর হাট, বগুড়া ও নাটোর জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মোস্তাকিমের নামে ১৩টি, আব্দুর রহমানের বিরুদ্ধে ৫টি, হাসানের বিরুদ্ধে তিনটি বিচারাধীন।


















