Thursday , 23 May 2024 | [bangla_date]

বাংলাদেশের মায়া কাটিয়ে ৪০ বছর পর মাতৃভূমিতে ফিরলেন নেপালী নাগরিক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪০ বছর পর উপজেলা প্রশাসনের সহযোগিতায়, বিজিবি- বিএসএফ এবং নেপাল দূতাবাসের কর্মকর্তাগণের উপস্থিতিতে নিজ মাতৃভূমিতে ফিরে গেলেন বীর বাহাদুর রায়।

দীর্ঘ ৪০ বছর আগে ,ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন নেপালের নাগরিক বীর বাহাদুর রায়, ১০ বছর কাজ করেন বিভিন্ন হোটেল ওরেস্টুরেন্টে, বাকি ৩০ বছর কাজ করে জীবিকা নির্বাহ করেছেন একটি হাসকিং মিল চাতালে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে তিনি নিজ দেশে ন্বজনদের কাছে ফিরে যান ।

জানা যায়, ৪০ বছর পূর্বে নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ বীর বাহাদুর রায়। কিছুটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ায় নিজ ঠিকানা ঠিকমত বলতে না পারায় তাকে এতদিন নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তিনি বাংলাদেশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে কাজ করেছেন এবং সর্বশেষ বগুড়ার দুপচাঁচিয়ার মাস্টারপাড়ার অলক বসাকের মিল চাতালে দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করছিলেন।

নেপালে দূতাবাস ওই নাগরিকের পরিবারকে চিহ্নিত করলে তার বড় ভাবি তাকে চিনতে পারে, পরিবারের তথ্য মতে তিনি ৪৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যান। অবশেষে আজ তিনি বাড়ি ফিরলেন। এসময় তার ভাতিজা রাজন তাকে রিসিভ করে নিয়ে যায় ।

এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ অমৃত অধিকারী, নেপাল দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ললিতা সিলওয়াল, ২য় সচিব ইয়োজানা বামজান ও সেক্রেটারী অফ এম্বাসেডর রিয়া ছেত্রী সহ বিজিবি-বিএসএফ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানায়, নেপাল এ্যাম্বাসি ও প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি বর্ডারে তার পরিবারের কাছে বীর বাহাদুর রায় কে তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিমুল্লাহ-তানভীর

বীরগঞ্জে ৪২ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভীড় !

বীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বীরগঞ্জে ভূমিদস্যুদের তান্ডবে নির্যাতিত আদিবাসী বাবুল মূরমুর পরিবার দিশেহারা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির হামলায় আহত আ.লীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে — রমেশ চন্দ্র সেন এমপি

র‌্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার

হাবিপ্রবিতে “উদ্ভাবনী ধারণা অবহিতকরণ” বিষয়ক আলোচনা সভা

কাহারোলে আমিন কল্যাণ সমিতির সভাপতি মোনোয়ারুল ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

বাংলাদেশকে করদরাজ্য বানানোর জন্য একাত্তরে ভারত সহযোগিতা করেছিল -পঞ্চগড়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান