Thursday , 30 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ নিহত ১ আহত ২

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক এবং ট্রাক্টর এর সংঘর্ষে পুলক চন্দ্র দাস (২০) নামে এক ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হিমু রায় (১৭) এবং দিলিপ রায় (৩৪)নামে আরো দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত পুলক চন্দ্র দাস জেলার কাহাররোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের বাসিন্দা মৃগেন চন্দ্র দাসের ছেলে। আহত হিমু রায় একই এলাকার মালগ্রাম লক্ষীতলা গ্রামের অশনি চন্দ্র রায়ের ছেলে এবং আহত দিলিপ রায় একই গ্রামের মৃত নরেশ রায়ের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে টমেটোবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৯৪৮৭) ঢাকা যাওয়ার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস পেট্রোল পাম্পের সামনে একটি গাড়িকে অতিক্রম করার সময় ভুট্টাবাহী একটি ট্রাক্টার (ঢাকা মেট্রো ই-১৫-৬২৭৬)কে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক এবং ট্রাক্টরটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের তিনজন শ্রমিক আহত হয়। এদের মধ্যে একজন ট্রাকের নিচে চাপা পড়ে যায়।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ আব্দুর রৌফ জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ সময় দুর্ঘটনায় চাপা পড়া ট্রাক্টরের হেলপার পুলক চন্দ্র দাস মারা যায়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আহত এবং নিহতরা ট্রাক্টরের চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Bkash

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার“ন্যায়কুঞ্জ”র ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুরে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরন

হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল:পরিদর্শনে জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

ক্ষতিপুরনের দাবীতে বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দিনাজপুর ষ্টেশন ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠণ

বিরলে বিএনপি’র আনন্দ মিছিল ও লিফলেট বিতিরণ

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

বঙ্গবন্ধু জাতীয়  চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

বঙ্গবন্ধু জাতীয় চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি