Friday , 3 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে চোখ রাগাতে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া। তীব্র গরমে নাজেহাল জনজীবন। কোথায় গেলে দুদণ্ড শান্তি মিলবে, সেই খোঁজ করে চলেছেন সবাই। ফ্রিজের ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে আর এসির হাওয়া গায়ে লাগিয়ে খানিকটা স্বস্তি পাওয়া যাচ্ছে বটে, তবে গ্রীষ্মের তপ্ত রোদে চোখ জুড়ানো আর মন ভরানো স্বস্তি মিলছে পথের কিনারে ফুটে থাকা লাল-হলুদ ফুলে। বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থানের পাশাপাশি উপজেলা চত্বরের পুকুর পাড়ে গাছে-গাছে বর্ণিল সব ফুলের সমারোহ।
কোথাও টকটকে লাল কৃষ্ণচূড়া, কোথাও কমলা রঙের রাধাচূড়া। কোথাও আবার ছেয়ে আছে স্নিগ্ধ বেগুনি রঙের জারুল।
পথ চলতে থমকে দাঁড়িয়ে এসব ফুলের দিকে কিছুক্ষণ চাননি, এমন মানুষ পাওয়া ভার হবে নিশ্চয়ই। আর মিষ্টি হলুদ রঙের সোনাঝরা সোনালুর ঝলমলে চাহনি গ্রীষ্মের রূপে যোগ করে দ্বিগুণ মাত্রা।
এই,ত সেই দিন কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম বীরগঞ্জে সুইচ গেটে কৃষ্ণচূড়া গাছের তলে কি অপরুপ চারদিকে জলাশয়। নদী- খাল বেষ্টত সবুজে ঘেরা অপার সৌন্দযের লীলাভূমির মধ্যে সূযে’র কিরণ মাথায় নিয়ে উঁচু করে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়াগুলো।
প্রকৃতি যেন সৌন্দয’ উজাড় করে দিয়েছে তার প্রেমে।
প্রাকৃতিক সৌন্দযের ঐতিহ্য গাছটি সেই সৌন্দযকে আরও বাড়িয়ে তুলেছে আকাশছোঁয়া কৃষ্ণচূড়া গাছটি প্রকৃতিক ভালোবাসা আর সৌন্দয উপহার দেয়াই যেন তার কাজ।
ভোরের সূযকিরণের সঙ্গে লুকোচুরি খেলে বড় হওয়া সেই কৃষ্ণচূড়া সূযে’র কড়া রোদকে পদদলিত করে প্রআকৃতিপ্রেমীদের জন্য সৃষ্টি করে ছায়ানিবিড় পরিবেশ। তারপরও সবার ক্লান্তি দূর করে হৃদয়কে শীতল করে প্রিয় কৃষ্ণচূড়া। এযেন তার কোনো আবেগ বা ভাব নয়। তার সুবাসই জাগিয়ে তোলে নিদ্রাবৃত প্রকৃতিকে। তাই এমন সৌন্দয’ দেখে বরিশালের প্রেমে পড়েছিলেন প্রকৃতির (কবি জীবনানন্দ দাশ।) কীতনখোলার পারে কবির বসতি আজ ভরে উঠেছে কৃষ্ণচূড়ার সজীবতার আলাপনে। বহুযুগ ধরে তার রুপ রয়েছে অটুট। বিবণ’ পৃথিবীর হৃদয়কে যেন দিয়েছে অনন্য রুপ।

প্রতিদিন বেলা ডুবার সাথে সাথে অসংখ্য নারী-পুরুষ সুইচ গেট সংলগ্ন এলাকায় কৃষ্ণচূড়া গাছের তলায় বসে তার অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি তুলে ধরেন। ঘুরতে আসা সুবজ বলেন,আপনাদের বলছি আপনারা একটু হলে ও চেষ্টা করুন কৃষ্ণচূড়া গাছের তলায় যাওয়ার একবার যেয়ে দেখুন মনে কন দু:খ -কষ্ট সবই দুর হয়ে যাবে আমরা এই পৃথিবীতে একদিন এসেছি আবার একদিন চলে যেতে হবেই এইটুকু ও মনে রাখি না কারণ সংসার পড়ে থেকে আমাদের সময় গুলো কিভাবে চলে যাচ্ছে। তা আমরা বলতে পারি না বছরের একবার আসেন এই কৃষ্ণচূড়া । আমরা করছি চলার পথে কতযে ভুল, আবার আমার লেখা যদি হয়ে যায় ভুল তবে আমায় করে নিবেন কবুল। এবং
ভুল গুলোকে সমাধান দিতে একবার দাঁড়ায় গাছের তলায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

দিনাজপুরের সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২জন

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

বোদায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেণীর সরকারি কর্মচারীদের কর্মবিরতী পালন