Saturday , 4 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে রাতের আধারে আত্রাই নদীর বালু চুরি,ড্রাম ট্রাক আটক, একজনের জেল ও জরিমানা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ১টি ড্রাম্পট্রাক আটক, একজনকে জেল এবং অন্যজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করে পালানোর সময় ড্রাম্পট্রাক আটক করে বিল্লা নামে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালতে।

আটককৃত মাসুম বিল্লা (২২) রংপুর জেলার তাঁরাগঞ্জ উপজেলার চিকলী বাজার এলাকার আব্দুর রশীদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ মে -২০২৪) গভীর রাতে বীরগঞ্জ থানা পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়নের কাশিপুর এলাকার আত্রাই নদীতে অভিযান পরিচালনা কালে ড্রাম্পট্রাক পালিয়ে যায়। এসময় বালু বোঝাই ট্রাক আটক করে হেলপার বিল্লাকে সড়ক পরিবহন আইনে পাঁচ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। অন্যদিকে উপজেলার পাল্টাপুর জয়ন্তীয়া নদীতে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে বাছার গ্রামের আব্দুর সামাদের ছেলে মমিনুর (৪২) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার সকালে বিল্লা কে আদালতে সোর্পদ করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় পৃথক পৃথক মামলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মাসুম বিল্লাকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও