Monday , 6 May 2024 | [bangla_date]

বৈশাখী মেলার সমাপনী ও লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আবহমান বাংলার বর্ষবরণ উৎসবকে ঘিরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা-১৪৩১ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে জাত-পাতের উর্ধ্বে ও অসম্প্রদায়িক চেতনার মরমি সাধক শিল্পী লালন এর সংগীত পরিবেশনের কারণে ও ফেসবুকে স্ট্যাস্টাস দেওয়ার কারণে একজন শিল্পীকে কারাভোগ করাতে লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আয়োজনে একই মঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈশাখী মেলা কমিটি-২০২৪ এর আহবায়ক সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু। সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলা অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক রহমতুল্লাহ রহমত এর সঞ্চালনায় “লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও” -শীর্ষক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সাবেক স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ আহাদ আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ, মেলা দোকান বরাদ্দ উপ-কমিটির আহবায়ক রবিউল আউয়াল খোকা, সুইহারী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু, মহিলা পরিষদের কানিজ রহমান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সুমন কান্তি রায়, নবরূপীর মানস ভট্টাচার্য্য, শামীম রাজা, সংগীত শিল্পী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, ভৈরবীর সভাপতি সুনীল মজুমদার, এসএম সারোয়ার, দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, অম্বিকা সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা)। বক্তারা বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমাদের কাছে যেমন তারা অসম্প্রদায়িক চেতনার কবি, ঠিক তেমনই সকল প্রকার জাত-পাতের উর্ধ্বে মরমী সাধক সঙ্গীতজ্ঞ লালন আমাদের অসম্প্রদায়িক শিক্ষা দিয়ে গেছেন তার সংগীতের মাধ্যমে। অথচ আজ কিছু অপশক্তি, মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে আমাদের সম্প্রীতির সেই পরিবেশ নষ্ট করার চক্রান্ত শুরু করেছে। এ ব্যাপারে সকল শিল্পী, গায়ক, অভিনেতাদের সজাক থাকবে হবে। শেষে ভৈরবীর পরিবেশনায় ও দিনাজপুর সংগীত কল্যাণ পরিষদের পরিচালনায় তাদের নিজস্ব শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

ফুলবাড়ীতে ট্রাক্টর ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২জন

দিনাজপুরে র‌্যাবের হাতে চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

হাজার হাজার মানুষের অশ্রæসিক্ত, শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলো অপর্না

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বোদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত