Tuesday , 21 May 2024 | [bangla_date]

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

রানীশংকৈল প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাণীশংকৈল উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয় মঙ্গলবার ২১ মে সকাল ৮ টায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে একে একে কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী রিটার্নিং অফিসারের হাতে।পরে একে একে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা,ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) হাঁস প্রতিকের প্রার্থী সারমিন আক্তার কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন, সহকারীর রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

এ নির্বাচনে আহম্মদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতিকে ৪৪হাজার ২শত ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক (আনারস) প্রতিকে ভোট পেয়েছেন ৩৪ হাজার ১ শত ৮০ ভোট,আর এক নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (মোটরসাইকেল) প্রতিকে আব্দুল কাদের পেয়েছেন ৩২ হাজার ২ শত ৩৫ ভোট ।

ভাইস পদে (টিউবওয়েল) প্রতিকে সোহেল রানা ৩৩ হাজার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন রমজান আলী বৈদ্যুতিক (বাল্ব) প্রতিকে ৩২ হাজার ৮৩ ভোট পেয়েছেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতিকের প্রার্থী সারমিন আক্তার ৩২ হাজার ৭ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতিকে ভোট পেয়েছেন ২৯ হাজার ১ শত ৭৫।

এ উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ৯৪ হাজার ২৮১ ও মহিলা ৮৯ হাজার ১১০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬৬ টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন! চেয়ারম্যান সোহেল রানা ও সেক্রেটারী সুজন কুমার মহান্ত নির্বাচিত

বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পেলেন হরিপুরের কৃষক

বীরগঞ্জ উপজেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভা

রাণীশংকৈলে জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, পুলিশ সার্জেন্ট প্রত্যাহার !

রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন

বোচাগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিব

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা