২৯মে তৃতীয় ধাপে ষষ্ঠ দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সূধীজনের আয়োজনে বিশাল সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩মে সোমবার রাতে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে সূধীজন আয়োজিত উক্ত সূধী সমাবেশ দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, জেলা চাউলকল মালিক গ্রæপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বীসহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে “মোটরসাইকেল” মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদ সরকার, তালা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা কুমারী রায় পারুল ও কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কুলসুম বানুু নার্গিস।