Tuesday , 21 May 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে ওবিই কারিকুলা বাস্তবায়নের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সকল অনুষদের সম্মানিত ডীন ও চেয়ারম্যানবৃন্দের জন্য “ঙইঊ ঈঁৎৎরপঁষধ ঊীবপঁঃরড়হ ধহফ খবধৎহরহম ঙঁঃপড়সব অঃঃধরহসবহঃ” শীর্ষক দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদস্য প্রফেসর ড. এস.এম.কবির, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) এর কার্যক্রম বেশ আগে থেকেই শুরু হয়েছে, আমরাও আস্তে আস্তে এটি বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তিনি বলেন, পৃথিবী খুবই গতিশীল, বিশেষ করে জ্ঞান চর্চার জায়গা, মানবসম্পদ উন্নয়নের কলাকৌশল, সব মিলিয়ে পৃথিবী দ্রæত এগিয়ে যাচ্ছে, কৌশল পরিবর্তিত হচ্ছে। উদ্দেশ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা, এজন্য নতুন নতুন পদ্ধতি ও আইডিয়া উদ্ভাবিত হচ্ছে। যদিও ওবিই খুব যে নতুন তা না, তারপরও দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে এটি খুবই কার্যকর ভ‚মিকা পালন করে। তিনি বলেন, আপনারা ইতোমধ্যে অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছেন, আইকিউএসি থেকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সবার মাঝে একটা জাগরণ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, হাবিপ্রবির সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। পরিশেষে সম্মানিত রিসোর্স পার্সন ও এ ধরণের প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য অনুদান

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

রেস্তোঁরা মালিক সমিতির সংবর্ধনা প্রদানকালে স্বরূপ বকসী বাচ্চু শ্যামল কুমার ঘোষের ডেইরি আইকন সম্মাননা দিনাজপুরবাসীর অহংকার

হ্যাটট্রিকে ইতিহাস, শান্তি মার্ডির পায়ে সাফ জয়ের আনন্দে ভাসলো বীরগঞ্জ

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামীলীগ ৪ স্বতস্ত্র ২

খানসামায় পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান

বৈশাখী সংস্কৃতি সমাবেশ ও কবিতার মাটি সংগঠনের সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন

নানা আয়োজনে হরিপুরে শিক্ষক দিবস উদযাপিত

শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন