Tuesday , 7 May 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষকবৃন্দের জন্য “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান, সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশ রচনা করার ক্ষেত্রে হাবিপ্রবির অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৪ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং এই স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেই রূপরেখাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশকে তিনি সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তিদের দ্বারা জাতির পিতাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলার প্রত্যয় থেকে আমরা বিচ্যুত হয়েছিলাম। সেই বিচ্যুতি থেকে কক্ষপথে ফিরে আসার কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। বিশেষ করে ২০০৯ সালে দ্বিতীয়বার সরকার গঠনের পরই তিনি প্রথমে সফলভাবে ডিজিটাল বাংলাদেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দেন। এক্ষেত্রে, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা গঠনে আমাদেরকে অবশ্যই ভ‚মিকা রাখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বীরগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর বিশ্ব শ্বাস্থ্য দিবস পালিত

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দিনাজপুর ৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন সঠিক হয়নি সংবাদ সম্মেলনে অভিযোগ

পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, দিনভর ঝলমলে রোদে স্বস্তি

পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) ঈদগাঁ কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

শাস্ত্রীয় সংগীতের পর এবার সুরের আকাশের উদ্দ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর নতুন চমক “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠিত হবে ২রা মার্চ

পীরগঞ্জে কৃষক প্রশক্ষিণ অনুষ্ঠতি