Friday , 10 May 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে ৯ম গ্রেড হতে তদ‚র্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও শাখায় কর্মরত ৯ম গ্রেড হতে তদ‚র্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শুদ্ধাচার চর্চার ম‚ল বিষয়টি হলো সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি মুক্ত ও অংশগ্রহণম‚লক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এই বিষয়গুলো নিশ্চিত হলে সেবা গ্রহীতারা স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে শাসক নয় সেবকের ভ‚মিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী সব সময় বলেন আমরা জনগনের সেবক হতে চাই। জনগনের সেবক হওয়ার এই পথ প্রদর্শন করে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু অনেক ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম সহ্য করেছিলেন, লক্ষ্য ছিল একটি, সেটি হলো সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাঁর স্বপ্নের এই সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ২০০৯ সালে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার সরকার গঠনের পরই তিনি শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেন। প্রশাসনিক ব্যবস্থায় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ থাকে তবে যেকোন ধরণের অন্যায় অবিচার রোধ করা সম্ভব। এক্ষেত্রে কোনভাবেই শুদ্ধাচার চর্চার ব্যত্যয় ঘটানো যাবেনা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আপনারা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেন তাই সকলের নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীন

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনা ঠাকুরগাঁও পৌর আ’লীগের দোয়া মাহফিল

কাহারোলে শিক্ষার্থী মাহি হত্যা খু-নির ফাঁ-সির দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব সমাপ্ত

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য। ইট ভাটা কতৃপক্ষ কতৃক জমিমালিকদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ চুরি

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য। ইট ভাটা কতৃপক্ষ কতৃক জমিমালিকদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ চুরি

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের সাামাজিক সহায়তা বিষয়ে সরকারী কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সংবেদনশীল সভা

সেবা মাস উপলক্ষে দিনাজপুরে লায়ন্স ক্লাবের এতিম মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ

বীরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজত জয়ন্তী পালন

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা !