Wednesday , 5 June 2024 | [bangla_date]

কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি বলেছেন, কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। আমরা দেখে এসেছি, প্রার্থীরাই সব সময় ভোট প্রার্থনা করেন। একজন মানুষ ৯০ উর্ধো কাম বালা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর কাছে নিজে গিয়ে পরিচয় হয়ে প্রার্থীর কাছেই তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন। তার সঞ্চায়িত স্বল্প পরিমান অর্থ প্রার্থীর হাতে দিয়ে নির্বাচনে ব্যয় করার কথা বলেছেন। আমি যখন নৌকা মার্কার ব্যচ তাকে পরিয়ে দিতে গিয়েছি, তখন তিনি আমাকে বলেছেন এই মার্কা আমি চিনি, আমার কাছে আছে, এটা আমার লাগবেনা। সেই সময় যেই অনুভুতি আমার শরীরের মধ্যে জাগরিত হয়েছিলো, সেটা ভুলবার নয়। তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শিক কর্মী। তার এই স্বরণীয় দৃষ্টান্ত নির্বাচনে আমার একটি নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। তার ব্যপারে আমি প্রধান নির্বাচন কমিশনার কে বলেছিলাম, এই কাম বালাই হচ্ছেন ভোটার অব ইলেকশন। আমি মনে করি একটি ভোট একটি জাতির পরিবর্তন এনে দিতে পারে। একটি ভোট একটি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে।একটি ভোট একটি এলাকাকে জাগরিত করতে পারে। একটি ভোট একটি জনগোষ্ঠীকে সমগ্র পৃথিবীতে তুলে ধরতে পারে। যেমন বঙ্গবন্ধু ১৯৭০ সালে মানুষের সমর্থন ও নৌকা মার্কায় ভোট পেয়ে একক নেতায় পরিনত হয়েছিলেন। বঙ্গবন্ধু শুধু মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গেছেন তা নয়, একটি স্বাধীন সার্বভৌম দেশ তিনি দিয়ে গেছেন। তাই আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে সারা বিশ্বে মাথা উচু করে দাঁড়াতে পারি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি এই প্রবীনা কাম বালা যে অকৃতিম ভালোবাসা দেখিয়েছেন। তার যে শেখ হাসিনার প্রতি আস্থা এবং বিশ্বাস সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
রোববার সকাল ১১ টায় দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র গোদাবাড়ী গ্রামে ভূমিহীন কামবালা বেওয়াকে নব নির্মিত গৃহ হস্তান্তর আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বহিৃ শিখা আশা, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমা কান্ত রায়।
এর আগে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী কাম বালা সড়কের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মচন করেন।
উল্লেখ্য,বয়সের ভারে নুয়ে পড়া এই নারী কাম বালা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় নৌকা মার্কায় ভোট চাইতে গিয়ে আলোচনায় উঠে আসেন। তিনি তার বাড়ীর পাশে স্থানীয় কালিয়াগঞ্জ বাজারে নৌকা মার্কার পথ সভা চলাকালীণ সময় তিনি শত শত মানুষের ভিড় ঠেলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বিরল-বোচাগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নৗ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি (নৌকা প্রতীক)-এর নিকট গিয়ে প্রার্থীর কাছেই নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রতিমন্ত্রী কিছু বলার আগেই এই বৃদ্ধা তার কাছে থাকা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ১০ টাকার নোট বের করে প্রতিমন্ত্রীর হাতে দিয়ে বলেন ”এই টাকাটা রাখেক, নির্বাচনত খরচ করিস”। যেন অন্যরকম এই স্মরণীয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ব্যপক ভাবে প্রচার হলে এই নব্বইর্দ্ধো নারী কাম বালা আলোচনায় উঠে আসে। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী হবার পর খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি গত ২৮ জানুয়ারী এই মুল্যবান ভোটারের বাড়ীতে ছুটে আসেন। সেদিনই প্রতিমন্ত্রীর স্বদিচ্ছা ও প্রচেষ্টায় ভুমিহীন কাম বালা বেওয়াসহ তাঁর ছেলেদের মাথা গুজার ঠাঁই ৩টি নতুন বাড়ীর ভীত স্থাপিত হয়। দৃষ্টি নন্দন এই বাড়ী গুলির কাজ শেষ করে কাম বালার হাতে হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। কাম বালা বেওয়ার ৪ ছেলের মধ্যে ১ ছেলে মারা গেছে। এখন ৩ ছেলে ও ১ মেয়ে আছে। স্বামী অনেক আগেই মারা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা

আটােয়ারীতেপবিত্রঈদ-উলফিতরউপলক্ষেপ্রস্তুতিমুলকসভা

দিনাজপুরে বিশ্ব মা দিবসে কবি অদিতি রায়ের কাব্যগ্রন্থ “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন- কবিতা পাঠ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

কাহারোলে শিক্ষার্থী মাহি হত্যা খু-নির ফাঁ-সির দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভূল্লী বাজারে নেই ড্রেনের ব্যবস্থা, মহাসড়কে জলাবদ্ধতায় পথচারীদের ভোগান্তি !

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারীতে মৌলভী শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিনব কৌশল ফাঁস

হাবিপ্রবিতে “দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন“ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সহিদ আলীর পরিবারের মাঝে পণ্য সামগ্রী বিতরণ