Wednesday , 5 June 2024 | [bangla_date]

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের বিকল্প নেই

দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে একমাত্র দুধ পানের মাধ্যমে স্বাস্থ্য-মেধা শক্তির বিকল্প নেই। দুধ এমন একটি পানীয় খাদ্য উপাদান যাতে সব ধরনের পুষ্টি রয়েছে। এজন্য দুধকে সুষম খাদ্য বা আদর্শ খাদ্য বলা হয়। এছাড়া দুধে রয়েছে আমিষ, চর্বি, শর্করাসহ নানা ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ। মনে রাখবেন খাঁটি দুধ ও দুগ্ধ জাত খাদ্য গ্রহণ করতে হবে সকলকে এবং দুগ্ধ খামার গড়ে তুলতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই সাথে বাজারের গুড়ো দুধ বর্জন করতে হবে।
১ জুন শনিবার জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় এবারের প্রদিপাদ্য “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য”-এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী, সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ এস.এম শামীম আলম সরকার বাবু। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গণি শিশির। দুধের গুনাগুন তুলে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, কৃষি অধিদপ্তর দিনাজপুরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল, দিনাজপুর ডেইরী এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তুহিন আক্তার।
জেলা প্রাণিসম্পদ দপ্তর এর প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা বলেন, প্রতিদিন এক গøাস গুধ আমাদের পান করা দরকার। একজন মানুষের দৈনিক ১ হাজার থেকে ১৫শত মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৪০০আইইউ ভিটামিন ডি প্রয়োজন যা আছে এক গøাস দুধের মধ্যে। দুধ, ডিম আমাদের প্রজন্ম সন্তানদের মেধা বিকাশের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে।
এর আগে “স্বাস্থ্য-মেধা-শক্তি চান-প্রতিদিন এক গøাস দুধ খান” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর দিনাজপুরের আয়োজনে খুদে শিক্ষার্থীদের জন্য মেধা বিকাশের লক্ষ্যে দুধের বিকল্প নেই এবং বিশ্ব দুগ্ধ দিবসকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ রুমে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সালওয়া সাকিন সারা, দ্বিতীয় স্থান অধিকার করে মুমতাহা মাহমুদ খুশবু, তৃতীয় স্থান অধিকার করে অচির্শা রায়। কুইজ প্রতিযোগিতায় প্রথম-তাকী আব্দুল্লাহ সাঈব, দ্বিতীয়-কানিজ মাহবুবা, তৃতীয়-মুশফিকা নাজনীন ও রচনা প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে প্রথম-পাংখুরি আগারওয়ালা, দ্বিতীয়-আনিশা অর্পা, তৃতীয়- অদিত্য এবং ‘গ’ বিভাগে প্রথম-মুশফিকা নাজনীন, দ্বিতীয়- ওহেদুজ্জামান চৌধুরী, তৃতীয়-দেবাশীষ চন্দ্র রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

চলতি বছর প্রাথমিকের সব পরীক্ষা বাতিল

পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

​নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

পীরগঞ্জে সহজ জ্যামিতি শিক্ষা ২’টি বইয়ের মোড়ক উম্মোচন

২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় চলবে বুলেট ট্রেন -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি