Thursday , 27 June 2024 | [bangla_date]

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম)।
জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন আহমেদ মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নায়িম, শাহনেওয়াজ রহমান বাবু, আনোয়ার সাদাত, মোঃ সোলায়মান হোসাইন, কৃষিবিদ মোছাঃ পারভীন আক্তার, মোঃ মাহমুদুল হাসান, মোঃ শাহিন খান, এ্যাড. মোঃ আব্দুল আজিজ ও আবুল হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু ও আলহাজ্ব মাহবুব আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, জেলা কৃষকদলের বর্তমান সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর ও
অনুষ্ঠান সঞ্চালনা করেন বোচাগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রফিক চৌধুরী।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।
মতবিনিময় সভায় জেলা কৃষকদলের নেতাকর্মীসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিট হতে আগত কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বৃদ্ধাশ্রমে এক ছাদের নিচে মসজিদ-মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের সুধী সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১০তম বার্ষিক সাধারন সভা

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ডায়াবেটিস স্বাস্থ্যক্যাম্প সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি’র সভা দুঃস্থ রোগীদের ঔষধ প্যাথলজি টেষ্ট প্রসুতি মা ও নবজাতক শিশুদের সাহায্য অব্যাহত থাকবে

রাণীশংকৈলে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক জব্দ

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

কাহারোলে বজ্রপাতে ১জন নিহত আহত ২

হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই-ফইজুর রহমান কাদেরীকে

ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের নেচে গেয়ে শীতকালীন আড্ডা