Tuesday , 18 June 2024 | [bangla_date]

পীরগঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল

 

পীরগঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক নেতা শহিদুল্লাহ শহীদ(৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি — রাজিউন)। মঙ্গলবার ভোর রাতে ঢাকায় চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। বিকাল ৫ টায় পীরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গার্ড অব অনার শেষে পীরডাঙ্গী গোরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনমের নেতৃত্বে একদল চৌকস পুলিশ গার্ডঅব অনার প্রদান করেন। পরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, কেন্দ্রীয় ওয়াকাস পাটির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,  সিপিবি , ন্যাপ , পীরগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান ও অধ্যাপক ইয়াসিন আলী, আওয়ামীলীগের প্রবীন নেতা আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা ওর্য়্কাস পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা ওর্য়্কাস পার্টির সভাপতি আবু জাহেদ ইবনুল ইকরাম জুয়েল, উপজেলা, ন্যাপের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতো এসএম মোসাররফ হোসেন রকেট, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু সায়েম, উপজেলা সভাপতি প্রভাত সমীর , উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, প্রবীন সাংবাদিক মেহের আলাহী, পীরগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার দাফন কাজে অংশ নেয়।

মরহুম শহীদুল্লাহ শহীদ ১৯৮৬ সালের ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হন। তিনি মওলানা ভাসানী ও হাজী দানেশের ভাবশিষ্য ছিলেন। মহান ভাষা সৈনিক আব্দুল মতিন ও বামনেতা রাশেদ খান মেননের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। অংশ নেন মহান স্বাধীনতা যুদ্ধেও। রাজনৈতিক ও ব্যক্তিজীবনে সাহসী, ন্যায় নীতিনিষ্ঠা পরায়ন এ রাজনীতিক মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাণীশংকৈল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬৮

বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন অজপাড়ার রণজিৎ, পুরস্কারের অর্ধেক করলেন দান

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

বীরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ফসিল জমি

বোচাগঞ্জে বিশেষ ওএমএস এর চাল ও আটা বিক্রয় পরিদর্শন

বোদায় ভোক্তা অধিকারের জরিমান

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র আজ ২৭তম মৃত্যুবার্ষিকী

সন্ধার পর বিদ্যুতের লোডশেডিং মানতে চায় না গ্রাহকরা