Thursday , 27 June 2024 | [bangla_date]

বোচাগঞ্জে মাঁচায় ঝুলছে রাশিয়ান আঙ্গুর

গাছের সবুজ পাতার ফাঁকে ফাকে ঝুলছে ফিকে সবুজ রঙের লোভনীয় আঙ্গুর। দিনাজপুরের বাতাসে কমলা, চা চাষের সাফল্যের পর এবার আঙ্গুর চাষেও সাফল্য দেখা গেছে।
উত্তর জনপদের দিনাজপুরের গাছে থোকা থোকা কমলার পর এবার ঝুলছে মিষ্টি আঙ্গুর। ব্যক্তিগত পর্যায়ে সৌখিনতার বশতঃ চাষ করে সফলতা এনেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সহষপুর গ্রামের আল মোর্শেদ লাবণ্য। ২০২২সালে আঙ্গুর চাষ শুরু করার পর ২০২৩সালে কম ফলন এলেও এবার ২০২৪ সালে ফলন বেশী এসেছে।
পঞ্চগড় নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত পরিশ্রমি ও উদ্দমি যুবক আল মোর্শেদ লাবণ্য এই অঞ্চলের মাটিতে প্রাথমিকভাবে স্বল্প জমিতে রাশিয়ান বাইকুনুরসহ বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন। তবে বেশী ফলন এসেছে রাশিয়ান বাইকুনুর জাতের।তার বাড়ী সংলগ্ন এক শতক জমিতে বাশেঁর মাঁচায় আঙ্গুর চাষ করে সবার নজর কেড়েছেন। এখন আঙ্গুর ফলের গাছ দেখতে অনেকেই আসছেন তার বোচাগঞ্জের সহষপুর গ্রামের বাড়ীতে। মাচার উপর লতা গাছে আঙ্গুর ঝুলে আছে। দেখে অনেকেই কেউ কেউ পরিকল্পনা করছেন এই আঙ্গুর চাষ বানিজ্যিকভাবে করা যায় কিনা।
এদিকে,ভৌগলিক কারণে হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় এ এলাকায় আঙ্গুর চাষের উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচনের সম্ভাবনা দেখা দিয়েছে।এ আঙ্গুরে নেই কোন ফরমালিন, কোন ঝুকি তাই এঅঞ্চলের আঙ্গুর চাষও হতে পারে সর্বাধিক জনপ্রিয় এবং লাভজনক। এঅঞ্চলে আঙ্গুর চাষের প্রসার ব্যাপকহারে বাড়লে এ ফল আর আমদানী করতে হবে না। অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে এমনটাই ভাবছেন আল মোর্শেদ লাবণ্যও।
সৌখিনতার বসে স্বল্প পরিসরে তার আঙ্গুরের বাগানে এখন থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে। ইচ্ছা শক্তি থাকলে যে কোন জমিতে এই জাতের আঙ্গুর চাষ সম্ভব বলে আল মোর্শেদ লাবণ্য জানায়। চাকুরীর পাশাপাশি প্রতিসপ্তাহে বাড়ীতে এসে আঙ্গুর বাগানের পরিচর্চা করে থাকেন। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে এতে সহযোগিতা করেন। ভালো ফলন ও মিষ্টি হওয়ায় ভবিষ্যতে এর পরিধি বাড়িয়ে বাণিজ্যিক আকারে আঙ্গুর চাষ করার পরিকল্পনা করছেন তিনি।
এ ব্যাপারে আল মোর্শেদ লাবণ্য জানান, বাইকুনুর (ফল এসেছে) গ্রিন লং, একেলো, প্রেস্টিজ, ভিলক,কালো,ক্রিমসন সিডলেস।এছাড়াও নতুন সংগ্রহ করা রড গেøাব, ফ্লেম সীডলেস, সুপারনোভা, ভিতরোবøাক, রেবেকা, আর্লি এক্সট্রা সামার বøাক, আর্লি বøাক মল্দোভা, জেসমিন জাতের আঙ্গুর চাষ করছি।
তিনি আরও জানান, আঙ্গুর গাছ রোপনের আগে ১ বছরের পুরাতন পচা গোবর সার, ১ফুট গর্ত করে গাছ লাগাতে হয়। সাথে ছত্রাকনাশক। পরে সার দিলেও হয়। তবে একটু উচু করে চারা লাগালে ভালো হয়। ছয় মাস পরপর ইউরিয়া, পটাশ, ফসফেট, জিংক, বোরন, ছত্রাকনাশকসহ মিশিয়ে দিতে হয়। ১৫দিন পরপর মাকড়নাশক, ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে পাতায়। এছাড়াও সলুবোর বোরন। চিলেটেড জিংক প্রয়োজন অনুযায়ী স্প্রে করতে হবে। প্রতি বছর শীতের শেষে হার্ড প্রæনিং(ডাল ছাটাই) করতে হবে। তাহলে নতুন ডালে ফুল আসবে এবং এরপর ভাল ফল ধরবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাওয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি

ঠাকুরগায়ে ৫২ হাজার তালগাছ রোপণ করেছেন খোরশেদ আলী

বীরগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রদিবাদ করায় সাবেক মেম্বারকে বেধড়ক মারপিট

“শীতার্ত বৃদ্ধার চোখে উষ্ণ আনন্দ”

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা মূলক সাইকেল র‌্যালি

রাণীশংকৈলে সাব রেজিষ্টারের দূনীতি – কাজি নিয়োগে মামলা

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর আহত, গবাদিপশুর মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত চিরিরবন্দরের বুলবুল ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত

বীরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ভূট্টা ক্ষেতে ভারতীয় দুই বন্য হাতি : দেখতে হাজারো মানুষের ভীর : আতংকে এলাকাবাসী