Saturday , 15 June 2024 | [bangla_date]

মাংসের স্বাদ নিতে ছাট মাংসই ভরসা তাদের

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের জোগান বাড়লে দাম কমে আবার জোগান কমলে পন্যের দাম হু হু করে বাড়ে। আবার এমনও দেখা যায় পন্যের জোগান যখন স্থীর , তখন ক্রেতার চাহিদা বৃদ্ধি পেলে দাম বাড়ে। কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে। আবার কিছু কিছু ভোগ্য পন্য ক্রয় সীমা অতিক্রম করায় বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ।
বর্তমান বাজরে প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা যা ৬ মাস আগে ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা। দেশের উচ্চ ও মধ্যবিত্ত মানুষের কাছে ৭০০ থেকে ৭৫০ কেজি দরে কিনে খাওয়া কিছুটা স্বাভাবিক মসে হলেও নি¤œ আয়ের মানুষের কাছে অনেকটা আকাশ ছোয়া স্বপ্নের মতো। তাদের কাছে গরুর মাংস দুর্লভ ও আভিজাত্যের খাবারে পরিণত হয়েছে। মন-কে একরকম মানিয়েই নিতে হয়েছে এই মাংস আমাদের জন্য নয়। তাই অনেকের কাছে গরুর ছাটকাট উচ্ছিষ্ট হয়েছে এখন গরীবের বন্ধু মাংস।
এই চিত্র দেখা গেছে, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার হাট – বাজারগুলোতে। সামর্থ্য না থাকায় আর দামে কম হওয়ায় গরুর মাংসের স্বাদ নিতে নিন্ম আয়ের কিছু ক্রেতা ঝুকছে ছাটকাট গরুর মাংস কিনতে।
ছাটকাট মাংস কি, এ বিষয়ে জানতে চাইলে, বীরগঞ্জ পৌর বাজারের মাংস ব্যবসায়ী রবি মিয়া(৩৩) জানান গরুর মাংস বিক্রি হওয়ার পর চর্বি, পর্দা, রগ, মাথার সাইডের হাড় মাংস,নাকের হাড়,ভুড়ির কুস্তাসহ মাংসের উচ্ছিষ্ট একত্র করে এগুলোই ছাট মাংস।
উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ হাট, বীরগঞ্জ পৌর হাটসহ আশেপাশের হাট বাজার ঘুরে লক্ষ্য করা যায় এই ছাট মাংসের পশরা সাজিয়ে বসেছে কিছু দোকানি। ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে এসব উচ্ছিষ্ট মাংস পাওয়া যায়।
গোলাপগঞ্জ হাটে ছাট মাংস বিক্রেতা শেখ আব্দুল জব্বার(৫৫) জানান, বীরগঞ্জ পৌর বাজার সহ আশেপাশের এলাকায় বিভিন্ন কসাইয়ের কাছ থেকে ছাটমাংস প্রতিকেজি ২২০ থেকে ২৪০ টাকা দরে সংগ্রহ করেন। এবং ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে সোমবার ও বৃহস্পতিবার হাটে বিক্রি করেন প্রতিহাটে ২০ থেকে ২৫ কেজি ছাট মাংস বিক্রি হয়। তার এই মাংসগুলো কিনতে আসা অধিকাংস নি¤œ আয়ের গরীব শ্রেনীর মানুষ।
ছাটকাট মাংস ক্রেতা, ভ্যান চালক মোঃ সাফিয়ার (৪৫) নিজের ক্ষোভ আর হতাশা উগড়ে দিয়ে জানান , জায়গা জমি নাই, আমি দিন আনি দিন খাই, কোনদিন ৩০০ কোনদিন ৪০০ টাকা আয় হয়। পরিবারের সদস্য ৫ জন, মেয়ে জামাই বেড়াতে এসেছে, নাতি গরুর মাংস খেতে চেয়েছে কিন্তু আমার গরুর মাংস কিনার সামর্থ্য নেই তাই দামে কম হওয়ায় নাতিকে নিয়ে হাটে এসেছি ছাটকাট মাংস কিনতে।
বীরগঞ্জ পৌর হাটে ছাট মাংস ক্রেতা দিনমজুর নাগরু জানান, কোনদিন ৪০০ আবার কোনদিন ৫০০ টাকা আয় হয় আবার কোনদিন কাজ থাকেনা।সংসার চালাতে হিমসিম খেতে হয়, কবে গরুর মাংস খেয়েছি মনে নেই। বাচ্চাটা অসুস্থ্য গরুর মাংস খেতে চেয়েছে ৭০০ টাকা কেজিতে গরুর মাংস কিনার সার্মথ্য নাই তাই কমদামে ছাট মাংস কিনতে এসেছি।
সাধারণ ক্রেতারা বলছেন, ধনীরা আরও ধনী হচ্ছে। মধ্যবিত্তের জন্য কোনো জায়গা থাকছে না। নিম্নবিত্তরা আরও নিচে ধাবিত হচ্ছেন। সবকিছু ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে।
বীরগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন ইসলাম জানান, এই উচ্ছিষ্ট মাংস খাওয়া যাবেনা তা না, তবে না খাওয়াই উত্তম। এই উচ্ছিষ্ট মাংস বিক্রি বন্ধে, বিভিন্ন হাট বাজাওে বেশ কয়েকবার অভিযানও পরিচালিত হয়েছে এবং ছাট মাংস জব্দ করে পুতে দিয়েছি এবং ভোক্তা অধিকার মাধ্যমে কয়েকবার জরিমানা করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে দেড় কোটি টাকার চেক হস্তান্তর

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি  পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

১০ হাজার টাকা অনুদানের গুজব, শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান

অতিরিক্ত তরমুজ খেলে হবে যেসব সমস্যা

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

বীরগঞ্জে ইউনিয়ন কতৃক (বিএনপি) ইউনিয়ন কতৃক কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বর্তমানে চীন-মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে : অর্থমন্ত্রী