রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে দিনে দুপুরে জা.পা নেতার ২০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
জানাযায়, রবিবার (২৩ জুন) পৌরশহরে শাহাজান মার্কেটে ইলেট্রিক্যাল মালামালের দোকান করতো জাতীয় পাটির নেতা আলম ব্যাটারি। প্রতিদিনের ন্যায় সে সকালে দোকান খুলতে আসেন সে দিনেও। রবিবারে সে বিভিন্ন কোম্পানিকে টাকা পরিশোধ করবেন মর্মে প্রায় ২০লক্ষ টাকা মোটরসাইকেলযোগে ব্যাগে করে দোকানে নিয়ে আসেন এবং দোকানের তালা খুলতে যান। তালা খুলতে গিয়ে মোটরসাইকেলে থাকা টাকার ব্যাগটি ওৎ পেতে থাকা হেলমেট পরিহিত দুই যুবক নিয়ে চম্পট দেয়।
ঘটনাটি মুহুতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব,মেয়র মোস্তাফিজুর রহমান ও জাতীয় পাটির যুগ্নআহবায়ক আবু তাহের আলমের ব্যাবসায়িক প্রতিষ্ঠানে এসে তাকে সান্তনা দেন এবং পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে বলেন।
এব্যাপরে সহকারি পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা ভারপ্্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, এব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে সিসিটিভির ফুটেজের সুত্র ধরে তদন্ত চলছে ।
















