Monday , 1 July 2024 | [bangla_date]

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ( ২৯ জুন) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খেলোয়ারদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ (মানিক),সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, গণমাধ্যমকর্মী , বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, এ টুর্নামেন্ট হতেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে, এমন ফুটবলার তৈরী হবে আশা করি। উপজেলা শিক্ষা অফিসার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে আজ ছয় ইউনিয়ন চ্যাম্পিয়ান মোট ১২ টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় (রাধানগর ইউনিয়ন -বালক দল) আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ – ০ গোলে (মির্জাপুর ইউনিয়ন-বালক দল) পানবারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে( রাধানগর ইউনিয়ন-বালিকা দল) রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ – ০ গোলে ( মির্জাপুর ইউনিয়ন- বালিকা দল) বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সূত্র জানায়, ৩০ জুন টুর্নামেন্টের সেমিফাইনাল এবং পহেলা জুলাই টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি’ কমিটি গঠনের লক্ষ্যে সভা

প্রসাশনের নিরবতা রহস্যজনক রাতের আধাঁরে রাণীশংকৈলে শিক্ষক সমিতির ঘর দখল

পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

পঞ্চগড়ে পাথরাজ সেচ প্রকল্পের সংস্কার কাজ শুরু সেচ সুবিধার আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি

বোদা ও আটোয়ারীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরি পঞ্চগড়ের বোদায় ১২টি এবং আটোয়ারীতে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের বাই সাইকেল বিতরণ

পার্বতীপুরে এমপি এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বি এম কলেজের ভবন উদ্বোধন

বীরগঞ্জে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৪শ ভূমিহীন পরিবার

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫