Sunday , 7 July 2024 | [bangla_date]

আবর্জনায় ভরা ড্রেন বৃষ্টির পানিতে কাহারোলের সড়কে হাঁটুপানি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের কাহারোলে ড্রেনে ময়লা-আবর্জনা ভরাট হয়ে পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে থাকে। কাহারোল উপজেলার দশমাইল আমতলা মোড়ে (কাহারোল-বোচাগঞ্জ) সড়কে হাঁটুপানি থাকতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের বেহাল অবস্থা হলেও দেখার ও বলার কেউ নেই। অনেক বছর আগে এই সড়কে পানি নিষ্কাশনের জন্য রিং স্লাব দিয়ে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু তদারকি না থাকা ও অবহেলায় ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।

এতে বৃষ্টি হলেই ওই ড্রেন দিয়ে পানি যেতে পারছে না। দ্রুত প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৫-২০১২ সালের মধ্যে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নির্মাণ করেন পানি নিষ্কাশনের রিং স্লাবের ড্রেনটি। নির্মাণের কয়েক বছরের পর থেকে ড্রেনে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যায়। এখন আর ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এ বিষয়ে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি তাকে অবগত করেছেন।

প্রকৌশলী ফিরোজ আহমেদ আরও বলেন, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও রাস্তাটি সিসি ঢালাইয়ের আওতায় কাজ করতে প্রায় ৫০ লাখ টাকার মতো ব্যয় হতে পারে। তবে দ্রুত এর কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ প্রথমে আমরা কাজের প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হবে। এরপর অনুমোদন ও অর্থ বরাদ্দ সাপেক্ষে ড্রেন এবং সড়কের কাজ করা সম্ভব হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকার সংবিধানকে পরিবর্তন করেছে — -মির্জা ফখরুল

জুলাই গণ-অভ্যুত্থানের পর ছেড়ে চলে গেছে স্ত্রী, সন্তানদের নিয়ে নির্বাক দুলাল

বীরগঞ্জে বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা

পীরগঞ্জে ইজিবাইক চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

জীবনসঙ্গীর খোঁজে বীরগঞ্জে দিনব্যাপী আদিবাসীদের মিলন মেলা

বীরগঞ্জে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা