Sunday , 7 July 2024 | [bangla_date]

আবর্জনায় ভরা ড্রেন বৃষ্টির পানিতে কাহারোলের সড়কে হাঁটুপানি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের কাহারোলে ড্রেনে ময়লা-আবর্জনা ভরাট হয়ে পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে থাকে। কাহারোল উপজেলার দশমাইল আমতলা মোড়ে (কাহারোল-বোচাগঞ্জ) সড়কে হাঁটুপানি থাকতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের বেহাল অবস্থা হলেও দেখার ও বলার কেউ নেই। অনেক বছর আগে এই সড়কে পানি নিষ্কাশনের জন্য রিং স্লাব দিয়ে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু তদারকি না থাকা ও অবহেলায় ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।

এতে বৃষ্টি হলেই ওই ড্রেন দিয়ে পানি যেতে পারছে না। দ্রুত প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৫-২০১২ সালের মধ্যে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নির্মাণ করেন পানি নিষ্কাশনের রিং স্লাবের ড্রেনটি। নির্মাণের কয়েক বছরের পর থেকে ড্রেনে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যায়। এখন আর ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এ বিষয়ে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি তাকে অবগত করেছেন।

প্রকৌশলী ফিরোজ আহমেদ আরও বলেন, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও রাস্তাটি সিসি ঢালাইয়ের আওতায় কাজ করতে প্রায় ৫০ লাখ টাকার মতো ব্যয় হতে পারে। তবে দ্রুত এর কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ প্রথমে আমরা কাজের প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হবে। এরপর অনুমোদন ও অর্থ বরাদ্দ সাপেক্ষে ড্রেন এবং সড়কের কাজ করা সম্ভব হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

পঞ্চগড়ে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালিত

বোচাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিলুপ্ত হওয়া পটচিত্র আঁকার প্রশিক্ষন নিচ্ছে দিনাজপুরের কমলমতি কয়েকশত শিশু শিক্ষার্থীরা

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কনকচাপার স্মৃতিতে গুলী শিল্পী এন্ড্রু কিশোর

বিরামপুরে রেললাইনের উপর ¯িøপার ফেলে নাশকতার অপচেষ্টা দুবৃত্তদের \ আটক-১

কাহারোলের সিংগাড়ীগাঁও গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন