Tuesday , 16 July 2024 | [bangla_date]

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

বোদা.পঞ্চগড় প্রতিনিধি\ ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন.ডিজিটাল বাংলাদেশের রুপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মকে তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আগামী অর্থ বছর থেকে প্রার্থমিক বিদ্যালয়েও শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। তিনি শনিবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন,শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হতে প্রশিক্ষণ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ উদ্যোক্তা তৈরী হয়ে নিজের পায়ে দাড়াতে সক্ষম হবে এবং প্রযুক্তি নির্ভর জাতি গড়ে উঠে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। এর ফলে আইটি খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। দেবীগঞ্জের এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুন-তরুনী প্রশিক্ষণ গ্রহন করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রশিক্ষিত যুবরা প্রত্যন্ত অঞ্চল বা গ্রামে বসেই ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন মার্কেটপ্লেসের কাজ করে বিদেশী ডলার আয় করতে সক্ষম হবে। তারা চাকুরির পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকুরী দিতে পারবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী,পঞ্চগড়-২ (বোদা- দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন । বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগীতার এই যুগে আমাদের তরুনদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সরকার এই জন্য প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ,পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বক্তব্য রাখেন। উদ্বোধনী সভায় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ দেবীগঞ্জ পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক হাসনাতজ্জামান চৌধুরী জর্জ, জনপ্রতিনিধি.স্থানিয় আওয়ামী লীগ নেতৃ বৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সুত্র জানা গেছে,৬০ কোটি টাকা ব্যয়ে তিন একর জমির উপর এই শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে তার কন্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ রুপকল্প ২০৪১ সফলভাবে বাস্তবায়ন করছেন। এরই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা,আর্কিটেষ্ট অব ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর সজীব ওয়াজেদ জয় এর সার্বিক নিদের্শনায় ২০৪১ সালের মধ্যে সাশ্রয়ী ,টেকসই,বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যেই পঞ্চগড় জেলার দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এটি নির্মিত হলে এই এলাকার যুবরা আইটিতে প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ নাগরিক তৈরী হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হঠাৎ গুড়িগুড়ি বৃৃষ্টিতে জানিয়ে দিচ্ছে শীতের প্রকোপ

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাটের নামে জমি পত্তনের দাবী

ঠাকুরগাঁওয়ে ডাকাতি ও মোটরসাইকেল চোরের মূলহোতা গ্রেপ্তার

রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির-এমপি গোপাল

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !

বিরলের কামদেবপুর এলাকা আদর্শ এলাকা প্রতিষ্ঠিত করতে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা

আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জের পল্লীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে ডিসি অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারী সহযোগীসহ গ্রেপ্তার

পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে সহ¯্রাধিক বয়স্ক রোগির চিকিৎসা প্রদান