Thursday , 4 July 2024 | [bangla_date]

দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত গভর্ণিং বডির (এডহক) সভাপতি জ্যামীকে শুভেচ্ছা

দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির (এডহক) নবগঠিত সভাপতি এনাম উল্লাহ জ্যামী কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে গভর্ণিং বডির (এডহক) সভাপতি এনাম উল্লাহ জ্যামী কে ফুলেল শুভেচ্ছা জানান বডির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, শিক্ষক সদস্য মোছা. কামরুন নাহার-২, অভিভাবক সদস্য মো. আমির আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এর আগে নবগঠিত গভর্ণিং বডির সভাপতি এনাম উল্লাহ জ্যামীর সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গেল ২৬ জুন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক পত্রে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির নবগঠিত ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেন। এতে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীকে সভাপতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানকে সদস্য সচিব, শিক্ষক সদস্য মোছা. কামরুন নাহার-২ ও অভিভাবক সদস্য মো. আমির আলী কে নিয়ে নবগঠিত গভর্ণিং বডির এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত