Tuesday , 9 July 2024 | [bangla_date]

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে তালমা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমানের (২৮) খোঁজ মেলেনি দুই দিনেও। গত রোববার দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তালমা নদীতে মাছ ধরতে গেলে তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোস্তাফিজুর রহমান ফকিরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন আনসার কমান্ডার। এছাড়া তিনি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। গতকাল সোমবার রংপুর থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর কয়েক কিলোমিটার এলাকায় সন্ধান চালিয়েও মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে তালমা নদীর পানি বেড়েছে। গত রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান প্রতিবেশী মো. রানা (২২) নামে এক তরুণসহ জাল নিয়ে তালমা নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ের তারা সাঁতার কেটে নদীর প্রবল ¯্রােত পার হয়ে নদীর ওপারে হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ¯্রােতের তোড়ে সাঁতার কাটতে না পেরে রানা ফিরে আসেন। তবে জাল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমান সাঁতার কাটতে থাকেন। এক পর্যায়ে মোস্তাফিজুর নদীতে তলিয়ে গেলে রানাসহ স্থানীয় লোকজন বিষয়টি সবাইকে জানায়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে মোস্তাফিজুরকে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা বিষয়টি পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে যায়। তবে পঞ্চগড় ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রংপুরে তাঁদের ডুবুরি দলকে খবর দেয়। রাতেই ডুবুরি দল পঞ্চগড়ে আসে। গতকাল সোমবার সকাল থেকেই তারা উদ্ধার অভিযানে নামে। দুপুর পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে তারা ফিরে যায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে নদীর পানি বেশি এবং প্রবল ¯্রােত ছিল। আমাদের কোন ডুবুরি না থাকায় রংপুরে ডুবুরি দলকে খবর দেয়া হলে রাতেই তারা চলে আসে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালায়। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নারী ঐক্য পরিষদের আয়োজনে  দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের  উদ্দেশ্যে বøক ও বাটিক কোর্সের উদ্বোধন

নারী ঐক্য পরিষদের আয়োজনে দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে বøক ও বাটিক কোর্সের উদ্বোধন

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

দিনাজপুর বিজিবি সেক্টরে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ

বোদায় ডাক্তারের অবহেলায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

বোদায় ডাক্তারের অবহেলায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়-হুইপ

মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সমৃদ্ধ বলেই মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাংলাদেশের আগামী মহাকাশচারী হতে রাশিয়ায় নিজেকে প্রস্তুত করছে তেঁতুলিয়ার জোনাক

পীরগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত

ডিআইএসটি’র সনদ বিতরণকালে দিনাজপুর চেম্বার সভাপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষা যথেষ্ঠ অবদান রাখবে