Monday , 1 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

বিকাশ ঘোষ, দিনাজপুরের বীরগঞ্জে প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে শতগ্রাম হাই স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী।

উপজেলার শতগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে নানা অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগে মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্ ও প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে অভিভাবক সদস্য ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে।

১জুলাই ‘২০২৪ সোমবার বেলা ১১টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শতগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে শত শত নারী পুরুষ আন্দোলনে অংশ নিয়ে প্রতিবাদ করতে থাকে।

তাদের দাবী সভাপতি হিসেবে মোস্তাক শামীমকে নির্বাচিত করতে হবে, কেননা এলাকাবাসী ও নির্বাচিত সদস্যদের সংখ্যা গরিষ্ঠরাই তার পক্ষে কিন্তু জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে রাকিবুল ইসলাম মুক্তারকে সভাপতি বানানোর অপচেষ্টা লিপ্ত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

সে সময় অভিভাবক সদস্য সফিকুল ইসলাম বাবুলসহ আন্দোলনকারীরা বলেন, প্রধান শিক্ষক রুহুল আমিন প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি সাধন করেছে।

তার স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার মান ও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে, ছাত্রছাত্রী কমে গেছে।

প্রধান শিক্ষক ৩ দিন যাবত আত্মগোপনে আছেন বলে জানালেন, সহকারী প্রধান শিক্ষক হাজী আমিনুল ইসলাম।

তিনি আরো জানান, অভিভাবক সদস্য ও জনগণ দলবদ্ধ ভাবে বিদ্যালয়ের প্রবেশ করে সকলকে তাড়িয়ে দিয়ে ৫ টি তালা লাগিয়ে দিয়েছে।

এ ব্যপারে একাধিকবার মোবাইল করেও প্রধান শিক্ষককে পাওয়া যায়নি।

শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ-এর সাথে কথা হলে তিনি বলেন, জনগন তাদের আন্দোলন করতেই পারে, তাতে আমার কোন করার নাই্।

উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে শিক্ষা অফিসারকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে, দাপ্তরিক কাজে তিনি জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুরে অবস্থান করছেন বলেও জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ৩টি ইটভাটায় পাঁচ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৪শ ভূমিহীন পরিবার

ঠাকুরগাঁওয়ে কোয়েল পাখির খামার করে জাহিদুলের ভাগ্য পরিবর্তন

‘শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সেতাবগঞ্জে ধান চাল ক্রয় অভিযান উদ্বোধন

বীরগঞ্জে জমি সংক্রান্ত মামলায় আটক -১

প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এ সরকারের কোন দরকার নেই —ঠাকুরগাঁওয়ে মুজাহিদুল ইসলাম সেলিম

অরবিন্দ শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা

পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দা-বিতে মুসল্লিদের অবস্থান মান-বব-ন্ধন