Tuesday , 16 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে আদিবাসীর জমি জবর দখল করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভূয়া দলিল আনয়ন করে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের জমি দখলের পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বাবুল মার্ডি।

গতকাল ১৫ জুলাই’২০২৪ বেলা ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপজেলার ছোট বোচাপুকুর এলাকার আদিবাসী মৃত সামু মার্ডির পুত্র বাবুল মার্ডি লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,তার দীর্ঘদিনের ভোগ দেখলীয় চাকাই মৌজার সাবেক দাগ ১২৫৬, হাল দাগ ৩৪৩০-এর ১.৩৮ একর নিস্কন্ঠক জমির মধ্যে ৪৬ শতক জমি একই এলাকার মৃত হারান প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী ষড়যন্ত্র মূলক ভাবে যোগসাজসি, ভিত্তিহীন, অকার্যকর দলিল সৃষ্টির মাধ্যমে একাধিকবার শক্তির মহড়া প্রদর্শন করে জবর দখলের পায়তারা চালিয়ে ব্যর্থ হয়েছে।

সঙ্গত কারণে আমি নিজে বাদী হয়ে তাদের সৃষ্ট অবৈধ দলিল নম্বর ৪১২ তারিখ ১৮.১.২০২২ বাতীলের জন্য দিনাজপুর বিজ্ঞ সহকারী জজ আদালতে অভিযোগ করিলে ১২৫/২০২২ অন্য মামলা দায়ের হয় এবং চলমান রয়েছে।

যাহা সংশ্লিষ্ট আদালতের গত ১৪ জুলাই’২০২৪ তারিখের সীল ও স্বাক্ষরিত ইনফরমেশন স্লিপের দ্বারা নিশ্চিত করা হয়েছে। উক্ত মামলায় বিবাদী হিসেবে সুলতান হেমরম, রবি মার্ডি, মোহাম্মদ আলী ও সাব রেজিস্ট্রার বীরগঞ্জের নাম উল্লেখ রয়েছে।

মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদী মোহাম্মদ আলী গতকাল শনিবার ১৪ জুলাই’২৪ সকালে একদল ভাড়াটে লোকজন সহ বিবাদমান জমিতে শ্যালো দিয়ে পানি ভরাট, হ্যারো দিয়ে চাষ এবং ধান লাগানো চেষ্টা চালায় কিন্তু আমি ও আমার লোকজনের প্রবল বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়।
তারা যাওয়ার সময় আমাদেরকে প্রাননাশের হুমকি দেয়।

এ ব্যাপারে, আমি গতকাল ১৪ জুলাই’২৪ তারিখে মোহাম্মদ আলীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি।
এমতাবস্থায় তিনি জায়গাটির উপর বারংবার জবর দখলের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবুল মার্ডি তার,ছেলে সোম মার্ডি ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক চেয়ারম্যান বাজুন বেসরাসহ
তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনঅনুষ্ঠিত সভাপতি- রন্জু ও সাধা. সম্পাদক শাহীন নির্বাচিত

দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ

ভূয়া ভোটারে নির্বাচন রাণীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ

পীরগঞ্জে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

বীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ইউক্রেন যুদ্ধ : পুতিন বনাম বাইডেন কে এগিয়ে ?

ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলামের স্ত্রীর মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে চুরির অভিযোগে গরু মালিক নিজেই জেলহাজতে ।

হরিপুরে উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে প্রেমের টানে এসে সুখে সংসার করছেন মিশরীয় তরুণী