Tuesday , 16 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে আদিবাসীর জমি জবর দখল করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভূয়া দলিল আনয়ন করে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের জমি দখলের পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বাবুল মার্ডি।

গতকাল ১৫ জুলাই’২০২৪ বেলা ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপজেলার ছোট বোচাপুকুর এলাকার আদিবাসী মৃত সামু মার্ডির পুত্র বাবুল মার্ডি লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,তার দীর্ঘদিনের ভোগ দেখলীয় চাকাই মৌজার সাবেক দাগ ১২৫৬, হাল দাগ ৩৪৩০-এর ১.৩৮ একর নিস্কন্ঠক জমির মধ্যে ৪৬ শতক জমি একই এলাকার মৃত হারান প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী ষড়যন্ত্র মূলক ভাবে যোগসাজসি, ভিত্তিহীন, অকার্যকর দলিল সৃষ্টির মাধ্যমে একাধিকবার শক্তির মহড়া প্রদর্শন করে জবর দখলের পায়তারা চালিয়ে ব্যর্থ হয়েছে।

সঙ্গত কারণে আমি নিজে বাদী হয়ে তাদের সৃষ্ট অবৈধ দলিল নম্বর ৪১২ তারিখ ১৮.১.২০২২ বাতীলের জন্য দিনাজপুর বিজ্ঞ সহকারী জজ আদালতে অভিযোগ করিলে ১২৫/২০২২ অন্য মামলা দায়ের হয় এবং চলমান রয়েছে।

যাহা সংশ্লিষ্ট আদালতের গত ১৪ জুলাই’২০২৪ তারিখের সীল ও স্বাক্ষরিত ইনফরমেশন স্লিপের দ্বারা নিশ্চিত করা হয়েছে। উক্ত মামলায় বিবাদী হিসেবে সুলতান হেমরম, রবি মার্ডি, মোহাম্মদ আলী ও সাব রেজিস্ট্রার বীরগঞ্জের নাম উল্লেখ রয়েছে।

মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদী মোহাম্মদ আলী গতকাল শনিবার ১৪ জুলাই’২৪ সকালে একদল ভাড়াটে লোকজন সহ বিবাদমান জমিতে শ্যালো দিয়ে পানি ভরাট, হ্যারো দিয়ে চাষ এবং ধান লাগানো চেষ্টা চালায় কিন্তু আমি ও আমার লোকজনের প্রবল বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়।
তারা যাওয়ার সময় আমাদেরকে প্রাননাশের হুমকি দেয়।

এ ব্যাপারে, আমি গতকাল ১৪ জুলাই’২৪ তারিখে মোহাম্মদ আলীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি।
এমতাবস্থায় তিনি জায়গাটির উপর বারংবার জবর দখলের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবুল মার্ডি তার,ছেলে সোম মার্ডি ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক চেয়ারম্যান বাজুন বেসরাসহ
তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এস,এস মিউজিক ল্যাব এন্ড একাডেমীর অনুষ্ঠানে বাউল স¤্রাট শফি মন্ডল সুস্থ্য ধারার সংস্কৃতিক চর্চায় প্রজন্ম শিল্পীদের সম্পৃক্ত করতে হবে

বীরগঞ্জে ঢিলেঢালা লকডাউন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

দিনাজপুর সরকারী সিটি কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প

তেঁতুলিয়া দেখা মিলছে শ্বেতশুভ্রের কাঞ্চনজঙ্ঘা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানের জনসংযোগ

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ঠাকুরগাঁও হাসপাতালের ছাদে ঔষধি বাগান

ঠাকুরগাঁওয়ে আখানগরে রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !

পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

বোদায় তিন দিন ব্যাপি মৌলিক  প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বোদায় তিন দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন