Tuesday , 16 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে কাজ বন্ধ

বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে কাজ বন্ধ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আইন কানুনের তোয়াক্কা না করে নিম্নমানের ইটের খোয়া দিয়ে গ্রামীণ সড়কের নির্মাণ কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন ও এলাকাবাসী।

সোমবার (১৫ জুলাই ) দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবলুহাট সংলগ্ন শীতলাই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বারংবার নিষেধ করা সত্বেও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের হাবলুহাট-শীতলাই গ্রামীণ সড়কে নিজের ইচ্ছে মতো নিম্নমানের ইটের টুকরো দিয়ে চলছে নির্মাণ কাজ।

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান করার অভিযোগে এলাকাবাসী ও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারী কামরুজ্জামান কাজ বন্ধ করে দিয়েছে।

ইতোপুর্বেও আল আমিন ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট কাজটি কিনে নিয়ে ঠিকাদার সিদ্দিকের নির্দেশে তার ভাগিনা লিটন কে দিয়ে গোপনে আধা কিলোমিটার রাস্তার জন্য প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে শীতলাই গ্রামীণ সড়কে সোমবার উক্ত ইটগুলো রাস্তায় ফেলে নির্মাণ কাজ করার চেষ্টা করেছিল।

কাজ চলাকালীন অবস্থায় উপজেলা এলজিইডি’র সাব ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে ছুটে যান। কাজটি তখন বন্ধ করে দেন।

নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি করতে না পারে সে দিকে নজর দিতে বলেন সাংবাদিকদের।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বীরগঞ্জ উপজেলা দলুয়া এলাকার সিদ্দিক নামে একজন ঠিকাদার কুষ্টিয়া থেকে এই নিম্নমানের ইটগুলো ক্রয় করে এনে সড়ক নির্মাণের জন্য রহিম বখস উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইক্ষু সেন্টার মাঠে এনে ফেলে।

বেশি লাভের আশায় দায়সারা কাজ করে বিল তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল আমিন ট্রেডার্স কনেস্ট্রাকশনের পক্ষে সিদ্দিকের সঙ্গে কথা বলার জন্য বার বার ফোন করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি।

সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজের বিষয়ে জানতে পেরে উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদকে অবগত করেছি।

উপজেলা প্রকৌশলী মো: জিবরীল আহমেদ বলেন, অফিসকে না জানিয়েই গোপনে নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার আবারও কাজ আরম্ভ করেছে অথচ লিখিত ভাবে তাকে নিষেধ করা হয়েছে। খবর পেয়েছি, ঘটনাস্থলে কার্য সহকারী গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। নিজে ইচ্ছে মতো দায়সারা কাজ করলে বিল আটকে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, কোন মতেই নিম্নমানের নির্মান কাজ মেনে নেয়া হবে না। তিনি উপজেলা প্রকৌশলী কে এ ব্যপারে দিক নির্দেশনা দিয়েছেন বলেন জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামীতে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরন করবে তাদের পরিনতিও শেখ হাসিনার মতই হবে —-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন

অবসরে যাওয়া শিক্ষিকাকে রাজকীয় সংবর্ধনা দিল প্রাক্তণ শিক্ষার্থীরা

গ্রামীণফোন সেন্টার এখন বীরগঞ্জে

কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি, কাউন্সিলরকে গণধোলাই

দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-২ এবং আহত-২জন

বীরগঞ্জে ভূমিহীন সমন্বয় কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার, পুলিশের সংবাদ সম্মেলন