Monday , 1 July 2024 | [bangla_date]

ভারী বর্ষণে পঞ্চগড়ে ভেঙ্গে গেছে সড়ক,বন্ধ যান চলাচল

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে অতি ভারী বর্ষণে রিং কার্লভার্টের পাশে একটি সড়ক ভেঙ্গে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গতকাল রোববার ভোরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া-দেওয়ানহাট-জগদল আঞ্চলিক সড়কের বলেয়াপাড়ায় এ ঘটনা ঘটে। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে কয়েক কিলোমিটার ঘুরে যানবাহনগুলোকে জেলা শহরে আসতে হচ্ছে। এদিকে শনিবার সন্ধ্যা থেকে রাতভর অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে গতকাল রোববার বৃষ্টিপাত কমে গেলে কিছু কিছু এলাকা থেকে পানি সরে যেতে শুরু করেছে।
সদর উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, বলেয়াপাড়া হয়ে দেওয়ানহাট-জগদল যাওয়ার পাকা সড়কটি প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। শনিবার রাতের অতিবৃষ্টিতে বলেয়াপাড়া গ্রামের একটি কার্লভার্টের পাশের মাটি সরে গিয়ে সড়কটি ভেঙ্গে যায়। এতে করে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার ও এলজিইডি’র উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তিনি আরও জানান, পঞ্চগড়-হাড়িভাসা সড়কের বানিয়ার মিল সংলগ্ন ভাঙ্গামালি ব্রীজের ভাটি অংশে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করায় সেখানে দিয়ে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ কারণে সেই পানির চাপ বেড়েছে বলেয়াপাড়া দিয়ে। গত বর্ষা মৌসূমেও এই ব্রীজের মূখ বন্ধ থাকায় পৌর এলাকার হঠাৎপাড়া ও সদর ইউনিয়নের বলেয়াপাড়ায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক ও পৌর মেয়র জাকিয়া খাতুন উপদ্রæত এলাকা পরিদর্শন করে একটি দেয়াল ভেঙ্গে পানি সরে যাওয়ার ব্যবস্থা করেন। সেই সাথে দ্রæত পানি সরে যাওয়ার জন্য বলেয়াপাড়ায় সড়কের ওপর রিং কার্লভার্ট ভেঙ্গে সেখানে বক্স কার্লভার্ট এবং পঞ্চগড়-হাড়িভাসা সড়কের পাশ দিয়ে বড় ড্রেন নির্মাণ করে পানি পার্শ্ববর্তি তালমা নদীতে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু এলজিইডি যে এলাকা দিয়ে পানি চাপ বেশি সেখানে রিং কার্লভার্ট ভেঙ্গে বক্স কার্লভার্ট না করে সেখানে থেকে অনেকটা দুরে একটি বক্স কার্লভার্ট নির্মাণ করে। যার কোন প্রয়োজনই ছিল না। আর সড়কের ধার দিয়ে ড্রেন নির্মাণ করে পানি তালমা নদীতে ফেলার কোন উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি।
এ ব্যাপারে কথা বললে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী জানান, খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। রিং কার্লভার্ট থাকায় সেখান দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে পানির চাপে সড়কটি ভেঙ্গে গেছে। আসছে অর্থবছরে সেখানে একটি বক্স কার্লভার্ট নির্মাণ করা হবে। আপাতত বর্ষা মৌসূমে সেখানে কাঠ বা বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। আগামি অর্থ বছরে সেখানে একটি বড় বক্স কার্লভার্ট নির্মাণ করে হবে বলে আমাকে জানিয়েছেন। যানবাহন ও মানুষ চলাচলের যেন কোন সমস্যা না হয় সেজন্য সেখানে একটি সাঁকো নির্মাণের ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রæত সেখানে সাঁকো নির্মাণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈল উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শালবাগান রক্ষার দাবিতে মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মানবন্ধন

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শাড়ি ও লুঙ্গি বিতরণ

পঞ্চগড় বাজারে ভয়াবহ আগুনে ৮৪ দোকান পুড়ে ছাই সব হারিয়ে পথে বসেছেন অনেক ব্যবসায়ী

এফপিএবি’র বার্ষিক সাধারন সভা ও শাখা পরিষদ নির্বাচন এবং পরিচিতি সভা

বাপের বাড়ি যাওয়া হলো না গৃহবধু লবানীর

ছেলে হত্যার ২ বছরেও বিচার না পেয়ে পিতার সংবাদ সম্মেলন

দোকানেই চালাত ইয়াবা ব্যবসা-বালিয়াডাঙ্গীতে ইয়াবা সহ আটক-১

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক