Friday , 5 July 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন ১১ সাবেক শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধ\ গত ৮জুন অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবম ও দশম গ্রেডের কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ১৬ জন। তাদের মধ্যে ১১ জন কর্মকর্তাই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। হাবিপ্রবির ইতিহাসে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে নিয়োগ পাওয়ার সংখ্যা এটায় সর্বোচ্চ।
নবম গ্রেডে ফিল্ড এক্সটেনশন অফিসার (কৃষি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৩ শিক্ষাবর্ষের শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, ফিল্ড এক্সটেনশন অফিসার (লাইভস্টক) হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্স অনুষদের ২০১৫ শিক্ষাবর্ষের মো. মোজাক্কির হোসেন, ফিল্ড এক্সটেনশন অফিসার (ফিসারিজ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ অনুষদের ২০১৬ শিক্ষাবর্ষের মো. রাব্বি শেখ, ফিল্ড এক্সটেনশন অফিসার (কমিউনিকেশন এন্ড ফার্মার্স ট্রেনিং) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদা আকতার।
এছাড়াও সেকশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪ শিক্ষাবর্ষের মো. ইলিয়াস কাঞ্চন, ইংরেজি বিভাগের ২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম।
দশম গ্রেডে উপসহকারী খামার তত্ত¡াবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের মো. তানভীর আবেদীন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের মো. শাহ আলম, কৃষি অনুষদের ২০১১ শিক্ষাবর্ষের শাহরিয়ার জাহান, মো. মোখলেসুর রহমান এবং ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩ ব্যাচের শিক্ষার্থী মো. মোরশেদুল আলম।
প্রতিষ্ঠার ২৫ বছরে এইবারই সর্বোচ্চ একসাথে ১১ জন সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। নিজ ক্যাম্পাসে চাকরির সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করছেন সকলে। তারা উচ্ছ¡াস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের কাছে দ্বিতীয় পরিবার। আমরা সৌভাগ্যবান এই ক্যাম্পাসেই থাকার সুযোগ পেয়েছি সেই সাথে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাদের ওপর ভরসা করেছেন সুযোগ দিয়েছেন। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগগুলোতে সুযোগ দিলে বিশ্ববিদ্যালয় দ্রæত এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে নবম গ্রেডে মেডিকেল অফিসার হিসেবে শাহ ওয়াদ্ফা আলম ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাসেল ইসলাম। দশম গ্রেডে সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে মো. সালমান তাইফ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কৌশিক বোস ও তাসকিনা জাহান নিয়োগ পেয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর শহরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ ৩০টি পরিবার ঘর বন্দি

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি

বীরগঞ্জে ঢেপা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

বোদায় জাতীয় যুব দিবস উদযাপন

রাণীশংকৈলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মতনিমিয় সভা

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।

বিরলে দলিত আদিবাসী জনগোষ্ঠির  ইস্যুতে মতবিনিময় সভা

বিরলে দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা

সেবা মাস উপলক্ষে দিনাজপুরে লায়ন্স ক্লাবের এতিম মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ

কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন,স্মারকলিপি প্রদান