Friday , 16 August 2024 | [bangla_date]

আটোয়ারীতে কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা \ আটক এক

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ৃৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। ভয়াবহ ঘটনাটি বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়–লিয়া গ্রামে ঘটে। নিহতরা হলেন, সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। হত্যাকান্ডের বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানায় পূর্বশত্রæতার জেরে এমন হত্যাকান্ড ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১ টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্ত দেখে চিৎকার করে প্রতিবেশিদের ডাকেন, আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে আসে মর্গে প্রেরণের ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় স্বজনরা। সেলিম শেখ পাশ^বর্তী বোদা উপজেলা সদরে থানকাপড়ের ব্যবসা করেন। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা।ঘ রের দরজাও খোলা। ভিতরে তিন জনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশিদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানান, এমন দৃশ্য দারুণ কষ্টদায়ক। নিমর্মভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা চাই আসামীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রæতার জেরে এই হত্যাকান্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। মা ও দুই ছেলেকে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন দিক নিয়ে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। বাদীর এজাহারের ভিত্তিতে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা

ইউটিউবের সহায়তায় ড্রাগন ফল চাষ করে সাফল্য

রাণীশংকৈলে অ্যাডভোকেসি নেটওর্য়াকের সাথে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী ।

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ