Friday , 16 August 2024 | [bangla_date]

আটোয়ারীতে কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা \ আটক এক

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ৃৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। ভয়াবহ ঘটনাটি বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়–লিয়া গ্রামে ঘটে। নিহতরা হলেন, সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। হত্যাকান্ডের বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানায় পূর্বশত্রæতার জেরে এমন হত্যাকান্ড ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১ টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্ত দেখে চিৎকার করে প্রতিবেশিদের ডাকেন, আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে আসে মর্গে প্রেরণের ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় স্বজনরা। সেলিম শেখ পাশ^বর্তী বোদা উপজেলা সদরে থানকাপড়ের ব্যবসা করেন। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা।ঘ রের দরজাও খোলা। ভিতরে তিন জনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশিদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানান, এমন দৃশ্য দারুণ কষ্টদায়ক। নিমর্মভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা চাই আসামীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রæতার জেরে এই হত্যাকান্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। মা ও দুই ছেলেকে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন দিক নিয়ে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। বাদীর এজাহারের ভিত্তিতে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি, কর্মবিরতি-মহাসড়ক অবরোধ

দিনাজপুরে নারীদের আত্মরক্ষা ও সহিংসতা প্রতিরোধে মার্শাল আর্ট বিষয়ক প্রশিক্ষন সমাপনী

বীরগঞ্জে পাক হানাদার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে লটকন চাষে সফল ইসলাম

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৫টি পরিবারের ৬টি ঘর পুড়ে ছাই, অগ্নিকান্ডে আহত-১

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ,  প্রতিবাদে দুই ভারতীয়কে ধরলো গ্রামবাসী

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরলো গ্রামবাসী

রাণীশংকৈল উপজেলার দোশিয়া গ্রামে কৃষক মাঠ দিবস

ঠাকুরগাঁওয়ে পতাকা উত্তোলন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি